হাফিজুর রহমান হাফিজ, পাবনা: পাবনা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস ব্যাডমিন্টন মাঠে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৩ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন পাবনা জেলার পুলিশ সুপার আকবর আলী মুন্সি মহোদয়। টুর্ণামেন্টে মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং এসআই অসিত কুমার বসাক, ডিবি, পাবনা এর টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
রানার্স আপ হয়েছে ঈশ্বরদী থানার টিম। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান সরকারসহ সার্কেলবৃন্দ ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের সকল ফোর্স ও অফিসারগণ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।