• ঢাকা, বাংলাদেশ
  • ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

৯ কোম্পানির ১৭ জন পরিচালককে অপসারণের সিদ্ধান্ত***

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০ ৬:৩০

৯ কোম্পানির ১৭ জন পরিচালককে অপসারণের সিদ্ধান্ত***

স্বাধীনবাংলা, নিউজ ডেস্কঃ

ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থতার কারণে শেয়ারবাজারের তালিকাভুক্ত ৯ কোম্পানির ১৭ জন পরিচালককে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বৃহস্পতিবার এসব পরিচালককে অপসারণ–সংক্রান্ত আদেশে সই করেছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম। আনুষ্ঠানিকতা শেষে আগামী রোববার পরিচালকদের অপসারণ–সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট কোম্পানির কাছে পাঠানো হবে।

আরও পড়ুনঃ  পল্লিকবি জসীমউদ্দীনের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

তবে বিএসইসি সূত্রে জানা গেছে, যে ৯টি কোম্পানির ১৭ পরিচালককে অপসারণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো হলো বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি (বিজিআইসি), ইস্টার্ন ইনস্যুরেন্স, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, ইনটেক লিমিটেড, মেঘনা লাইফ ইনস্যুরেন্স, মার্কেন্টাইল ইনস্যুরেন্স, প্রভাতী ইনস্যুরেন্স, পূরবী জেনারেল ইনস্যুরেন্স ও ইউনাইটেড এয়ারওয়েজ।

আরও পড়ুনঃ  পবায় টেন্ডার বাক্স লুটের ঘটনায় আরো এক আসামি গ্রেপ্তার

সংশ্লিষ্ট সূত্র বলছে, শুরুতে ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ যে ৬১ পরিচালককে চিঠি দেওয়া হয়েছিল, তার মধ্যে ২৫ জন পরিচালক নির্ধারিত সময়ের মধ্যে বাজার থেকে শেয়ার কিনে আইন পরিপালন করেছেন। ১৯ জন পরিচালক শেয়ার কিনতে না পারায় পরিচালক পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু বাকি ১৭ জন শেয়ারও কেনেননি, আবার পদেও রয়ে গেছেন। তাই এসব পরিচালককে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীর নিউমার্কেট কাঁচাবাজারে আগুন: পুড়েছে ১২ দোকান

এদিকে, পরিচালকদের এককভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণ ছাড়াও উদ্যোক্তা–পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের আলটিমেটাম দিয়ে আলাদা চিঠি দেয় বিএসইসি। এর মধ্যে ২ শতাংশ শেয়ার ধারণের আলটিমেটাম শেষ হলেও ৩০ শতাংশ শেয়ার ধারণসংক্রান্ত আলটিমেটাম এখনো শেষ হয়নি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675