• ঢাকা, বাংলাদেশ
  • ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক এর ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা

প্রকাশ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ৬:৪০

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক এর ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা

সাজিদুর রহমান ,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ বেলার প্রথম প্রহরে বঙ্গবন্ধু মঞ্চে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদত্ত ভাষণের গুরুত্ব ও তাৎপর্য উল্লেখপূর্বক চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া ইউনিয়নে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর লাইব্রেরী কক্ষে বেলা ১২ টায় সভার সূচনা হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক এর অধ্যক্ষ প্রকোশলী এ.জে.এম
মাসুদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব আফিদা রহমান(চীফ ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল)বিভাগীয় প্রধান ইলেকট্রিক্যাল,
জনাব দূর্গা চরন রায় চীফ ইন্সট্রাক্টর (নন-টেক), প্রকৌশলী জাহাঙ্গীর আলম চীফ ইন্সট্রাক্টর (টেক/কম্পিউটার),মোঃ শহিদুল ইসলাম ইন্সট্রাক্টর (নন-টেক) রসায়ন,আব্দুল মালেক চীফ ইন্সট্রাক্টর (টেক/আরএসি),মোঃ অহিদুল ইসলাম চীফ ইন্সট্রাক্টর (নন-টেক) রসায়ন, জনাব সৈয়দ মোঃ মামুনূর রশীদ চীফ ইন্সট্রাক্টর (টেক) ইলেকট্রনিক্স,ডঃ মোঃ আরিফুল আলম চীফ ইন্সট্রাক্টর (টেক) ফুড, মোঃ রেজুয়ানুল আরেফীন ইন্সট্রাক্টর (টেক) কম্পিউটার, মোঃ গোলাম মোস্তফা ইন্সট্রাক্টর ইলেকট্রনিক,শামসুন্নাহার সুলতানা ইন্সট্রাক্টর (টেক/আরএসি),মোঃ মোখলেছুর রহমান ইন্সট্রাক্টর (টেক/ফুড), মোঃ আজিজুর রহমান ইন্সট্রাক্টর নন-টেক ও শিক্ষার্থী কল্যাণ কর্মকর্তাসহ সম্মানিত সুধীবৃন্দ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষ, এক লাইনে ট্রেন চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক এর অধ্যক্ষ প্রকোশলী এ.জে.এম মাসুদুর রহমান বলেন ঐতিহাসিক ৭ মার্চের এ ভাষন শুধুমাত্র মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে উজ্জীবিত করেছে তাই নয় ফলস্রুতিতে অনুপ্রেরনাসরূপ স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে শক্তি জুগিয়েছে। স্বাধীনতা আন্দোলনে এই ভাষনের গুরুত্ব ও তাৎপর্য সংক্ষিপ্ত সময়ে ব্যাখ্যা দিয়ে শেষ করা যাবে না। তবে আমার এই প্রতিষ্ঠানে আমি চেষ্টা করি শিক্ষার্থীদের নিয়ে যথাসাধ্য প্রতিটি দিবস বা মাস অন্তর স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিষয়ক আলোচনা সভার মাধ্যমে তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা সঞ্চার করার। কারন পরবর্তী প্রজন্মকে এই মহান বিজয় ও সহস্র ত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতায় ইতিহাস জানাতে হবে তবেই আমাদের স্বাধীনতা রক্ষিত হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675