• ঢাকা, বাংলাদেশ
  • ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ধামইরহাটে অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই

প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ৭:১৭

ধামইরহাটে অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলা সদরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে জাতীয় পার্টি অফিসসহ চারটি দোকান সম্পূর্ণভাবে ভষ্মীভুত হয়েছে। এর ফলে এসব প্রতিষ্ঠানের প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলা সদরে হাসপাতালের সামনের প্রধান রাস্তার পাশে অবস্থিত এসব দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ধামইরহাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার ভোরে ঘটনার সময় সেখানে অবস্থিত জাতীয় পার্টির উপজেলা অফিস, আবু সালেহ মূসার মালিকানাধীন রানা মেডিক‍্যাল ষ্টোর, আহম্মদ দর্জির মালিকানাধীন একটি কাপড়ের দোকান, নূর ইসলামের মালিকানাধীন একটি কাপড়ের দোকান এবং সাইদুর রহমানের মালিকানাধীন একটি তূলার দোকানে এই ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  পরিবেশ, কৃষি জমি রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন

এসব দোকান সম্পূর্ণভাবে ভষ্মিভূত হয়। এর ফলে প্রাথমিক হিসেবে রানা মেডিক্যাল ষ্টোরের ১০ লক্ষ টাকা, আহম্মদ দর্জির কাপড়ের দোকানে ৭ লক্ষ টাকা, নূর ইসলামের কাপড়ের দোকানে ৬ লাখ টাকা, সাইদুর রহমানের তূলার দোকানের ৬ লক্ষ টাকা এবং জাতীয় পার্টি অফিসের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।

আরও পড়ুনঃ  নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে নগরীতে মানববন্ধন

ধামইরহাট ফায়ার সার্ভিস ওয়‍্যারহাউস পরিদর্শক রাইহান ইসলাম ঢাকা প্রকাশ-কে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঐ অগ্নিকাণ্ড জাতীয় পার্টি অফিসের সোলার প‍্যানেল থেকে এই আগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675