• ঢাকা, বাংলাদেশ
  • ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রপ্তানি খাতে সমান কর সময়োপযোগী

প্রকাশ: শনিবার, ১১ জুন, ২০২২ ৮:৪৬

রপ্তানি খাতে সমান কর সময়োপযোগী

প্রস্তাবিত বাজেটে সব রপ্তানিমুখী শিল্পে তৈরি পোশাক খাতের মতো করপোরেট করহারের প্রস্তাব দেওয়ায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ)। গতকাল সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রস্তাবিত বাজেটের এই পদক্ষেপ বাস্তবসম্মত ও সময়োপযোগী।

আরও পড়ুনঃ  দুদকের অভিযান আমাদের জন্য সম্মানজনক নয় : বিভাগীয় কমিশনার

উল্লেখ্য, বাজেটে সব রপ্তানিমুখী শিল্পের সব কারখানার জন্য ১০ শতাংশ এবং অন্যান্য কারখানার জন্য ১২ শতাংশ হারে করপোরেট করের প্রস্তাব করা হয়েছে। এতদিন ধরে শুধু তৈরি পোশাক খাত এ সুবিধা পাচ্ছিল। তবে বিএফএফইএর মতে, হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানিতে ১ শতাংশ উৎসে কর আরোপ করা যুক্তিসংগত নয়। এ ক্ষেত্রে উৎসে কর শূন্য দশমিক ২৫ শতাংশ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675