• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ইতিহাস গড়লেন বিদায়ী গভর্নর ফজলে কবির

প্রকাশ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২ ১০:০৫

ইতিহাস গড়লেন বিদায়ী গভর্নর ফজলে কবির

বাংলাদেশ ব্যাংকের ১১তম গভর্নর হিসেবে টানা ৬ বছর ৩ মাস দায়িত্ব পালন করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন সদ্যবিদায়ী ফজলে কবির। দেশের ইতিহাসে এর আগে এত সময় কেউ গভর্নর পদে থাকেননি।

প্রথম দফায় ৪ বছর, দ্বিতীয় দফায় ৩ মাস ১৩ দিন এবং তৃতীয় দফায় এক বছর ১১ মাস ১৫ দিন গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। আজ (সোমবার) তার স্থলাভিষিক্ত হয়েছেন আবদুর রউফ তালুকদার।

আরও পড়ুনঃ  আত্মহত্যা প্ররোচনার মামলায় ‘সুদের কারবারি’ গ্রেপ্তার

ঈদের পর প্রথম কার্যদিবসে আজ সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আবদুর রউফ তালুকদার দায়িত্ব নিয়েছেন। দেশের ১২তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন রউফ।

২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির ঘটনায় তৎকালীন গভর্নর ড. আতিউর রহমান পদত্যাগ করেন। এর পরদিন ১৬ মার্চ সাবেক অর্থসচিব ফজলে কবিরকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেয় সরকার।

আরও পড়ুনঃ  ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাসিকের কর্মসূচি

২০ মার্চ বাংলাদেশ ব্যাংকে ১১তম গভর্নর হিসেবে যোগ দেন ফজলে কবির। সে হিসাবে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের ১৯ মার্চ। কিন্তু মেয়াদ শেষ হওয়ার ৩৪ দিন আগে ওই বছরের ১৬ ফেব্রুয়ারি গভর্নর হিসেবে তার মেয়াদ আরও ৩ মাস ১৩ দিন বৃদ্ধি করে সরকার, যা ওই বছর ৩ জুলাই শেষ হওয়ার কথা ছিল।ওই সময় এক প্রজ্ঞাপনে বলা হয়, ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তিনি গভর্নর থাকবেন।

আরও পড়ুনঃ  নগরীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর গ্রেপ্তার

পরে গভর্নর পদের মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে ৬৭ বছর বয়স করে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন করা হয়। ফলে ফজলে কবিরের গভর্নর পদের মেয়াদও ২০২২ সালের ৩ জুলাই পর্যন্ত বৃদ্ধি পায়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675