ঢাকা সকাল ৬:৫৩। বৃহস্পতিবার ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

শেয়ারবাজারে ১১ মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

Somoyer Kotha
আগস্ট ১৬, ২০২২ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে ১১ মিউচুয়াল ফান্ড। এরমধ্যে জন্য ৬ শতাংশ থেকে ১৪ দশমিক ৫ পর্যন্ত লভ্যাংশ রয়েছে। এর সবগুলোরই তহবিল ব্যবস্থাপক রেস এসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

জানা গেছে, ২০২২ সালের জন্য বিনিয়োগকারীদের ৬ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবিএল মিউচুয়াল ফান্ড। এছাড়াও আলোচ্য সময়ে ট্রাস্ট ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড লভ্যাংশ দেবে ৭ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড ৭ শতাংশ, জনতা ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড ৭ শতাংশ, পপুলার লাইফ ফাস্ট মিউচুয়াল ফান্ড ৭ শতাংশ, ডিএইচপি ফাস্ট মিউচুয়াল ফান্ড ৭ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড ১১ শতাংশ, এবি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড ৭ শতাংশ, ফাস্ট বাংলাদেশ ইনকাম ফান্ড ৬ শতাংশ এবং এক্সিম ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড ৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

অন্যদিকে রেস স্পেশাল অপরচুনিটিস ইউনিট ফান্ড বিনিয়োগকারীদের জন্য ১৪ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আর সব মিলিয়ে এই ১১ তহবিলের গড় লভ্যাংশ ৭ দশমিক ৯১ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, বতর্মানে অধিকাংশ তহবিলের বাজারমূল্য ১০ টাকার নিচে। এ হিসেবে এ লভ্যাংশ ১০ শতাংশ ছাড়িয়ে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০