• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সকাল ৯টার আগেই সমাবেশে যাওয়ার নির্দেশনা মিনুর

প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ৪:৩০

সকাল ৯টার আগেই সমাবেশে যাওয়ার নির্দেশনা মিনুর

স্টাফ রিপোর্টার: আগামী ৩ ডিসেম্বর সকাল ৯টার আগেই বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন দলের চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে মঙ্গলবার বিকালে নগরীর ১৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে মিনু বলেন, ‘এই সরকারের বিদায়ের সময় চলে এসেছে। জনগণ বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনছে। আমরা মসনদে গেলে সেই সমস্ত অতি উৎসাহী পুলিশ সদস্যের বিচার হবে, যারা আমাদের দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করছেন। গুলি করে হত্যা করছেন। এ জন্য সমাবেশ সফল করতে হবে। সবার প্রতি অনুরোধ সকাল ৯টার মধ্যে সমাবেশস্থলে ঢুকে পড়বেন।’

আরও পড়ুনঃ  সংবাদ সম্মেলনে এনসিপি: আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করতে হবে

তিনি বলেন, ‘সবাই অনেক কষ্টে আছেন। এটা আমি বুঝি। আপনারা নির্যাতিত। আমার ছোট ছোট ভাইদের হত্যা করা হয়েছে। আল্লাহ কেন আমাকে আগে মৃত্যু দেয় না! একটা বিশেষ জেলার নিয়োগপ্রাপ্ত অযোগ্য পুলিশ সদস্যরা এই নির্যাতন চালিয়েছে। আমরা ক্ষমতায় আসছি। ইনশাল্লাহ এই সমস্ত পুলিশ সদস্যদের বিচার আমরা করব, বিচার হতেই হবে। জনগণ এখন বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখার জন্য মুখিয়ে আছে।’

আরও পড়ুনঃ  বাঘায় বিএনপি'র আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরীর মান্দা কলোনী ঈদগাহ মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ওই ওয়ার্ডের সমন্বয়ক আকরাম আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন ও বিএনপি নেতা আনোয়ার হোসেনন উজ্জল।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675