ঢাকা সকাল ১০:০৩। বুধবার ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে আজহারীর মাহফিল হবে দিনে, সহযোগিতা চাইলেন আয়োজকরা

Somoyer Kotha
জানুয়ারি ২৭, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জনপ্রিয় ইসলামি আলোচক ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী আগামী ২২ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জ শহরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড সংলগ্ন মাঠে জাবালুন নুর ফাউন্ডেশন আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে এক ফেসবুক লাইভে মাহফিলের বিষয়টি ঘোষণা দেন জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী।

জাবালুন নুর ফাউন্ডেশন সূত্রে জানা যায়, মিজানুর রহমান আজাহারীর তাফসিরুল কোরআন মাহফিল আগামী ২২ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের জেলার প্রাণকেন্দ্র মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ডের পাশের মাঠে অনুষ্ঠিত হবে। মাহফিলটি সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টার দিকে শেষ হবে। মিজানুর রহমান আজাহারী ছাড়াও অনান্য বিশিষ্ট আলেমগণ মাহফিলে আলোচনা পেশ করবেন।

মাওলানা আবু জার গিফারী জানান, প্রখ্যাত আলেমে দ্বীন ও বিশিষ্ঠ ইসলামী স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজাহারী হুজুর আগামী ২২ ফেব্রুয়ারি রোজ শনিবার চাঁপাইনবাবগঞ্জের তাফসির মাহফিলে আসতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। মাহফিলে আগত শ্রোতাদের শৃঙ্খলভাবে মাহফিলে আসার জন্য অনুরোধ করছি এবং তাফসিরুল কোরআন মাহফিল ভালোভাবে সম্পন্ন করার জন্য সকলের কাছে একান্তভাবে সহোযোগিতা কামনা করছি।

কারণ মিজানুর রহমান আজাহারী হুজুরের মাহফিলে লাখ লাখ মানুষের ঢল নামে এবং হাজার হাজার গাড়ি আমাদের জেলা শহরে প্রবেশ করবে। সেই কথা চিন্তা করে আমাদের মাহফিলের জায়গা ঠিক করা হয়েছে। তাই আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখা কোনোক্রমেই সম্ভব নয়। এ জন্য সাধারণ জনগণের সব ধরনের সহোযোগিতা আমাদের প্রয়োজন। এছাড়া তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত মা ও বোনদের সুশৃঙ্খলভাবে বসার ব্যবস্থা করা হবে এবং আপনাদেরও উপস্থিতি ও সহোযোগিতা একান্তভাবে কামনা করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর, চাঁপাইনববাগঞ্জ সদর জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল আলীম, নবাবগঞ্জ কামিল মাদরাসার মুফাসসির মাওলানা আব্দুল মাতিন ও মাওলানা মহাসিন, ইসলামী ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ম্যানেজার আবু সাইদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আরএমও আব্দুস সামাদ, কনসালটেন্ট ডা. ইসমাইল হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০