ঢাকা রাত ৩:০৯। বৃহস্পতিবার ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

রোনালদোকে ১ কোটি ২৩ লাখ টাকার ঘড়ি উপহার

Asha Mony
মে ১২, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ ক্রিস্টিয়ানো রোনালদোর বিলাসী ও দামি পণ্য সংগ্রহের অভ্যাস বহু পুরোনো। বিলাসবহুল গাড়ি ও ঘড়ি কিনে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছে এ পর্তুগিজ মহাতারকা। আবারও ঘড়ির কারণে আলোচনায় এসেছেন ৩৮ বছর বয়সী এই ফুটবল তারকা।

এবার রোনালদোর হাতে দেখা গেছে ৯২ হাজার পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ২৩ লাখ টাকার ঘড়ি। এটি অবশ্য রোনালদো নিজে কেনেননি। বিখ্যাত ঘড়ি প্রস্তুতকারক এবং জুয়েলারি নির্মাতা কোম্পানি জ্যাকব অ্যান্ড কো. ঘড়িটি রোনালদোকে উপহারস্বরূপ দিয়েছেন।

রোনালদোর হাতে দেখা যাওয়া সবুজ রঙের ঝলমলে এই ঘড়িটিতে রয়েছে ২৬টি সাদা হীরা। বিশেষভাবে তৈরি করা এই ঘড়ির সামনের অংশে ৭ নম্বর জার্সি পরা রোনালদোকে গোল উদ্‌যাপন করতে দেখা যাচ্ছে। যেখানে একটি জায়গায় রোনালদোর স্বাক্ষরের পাশাপাশি ইংরেজিতে ‘সিআর সেভেন’ও লিখে রাখা আছে।

আর পেছনের পাশে রোনালদোর বিখ্যাত ‘সিউ’ উদ্‌যাপনের ছবিও রাখা হয়েছে। সৌদি আরবে কোম্পানিটির একটি বুটিক স্টোর উদ্বোধন করতে গিয়ে ঘড়িটি উপহার হিসেবে পেয়েছেন রোনালদো। রোনালদোর উপহার পাওয়া এই ঘড়ির নাম ‘হার্ট অব সিআর সেভেন বাগুয়েত্তে’।

জ্যাকব অ্যান্ড কো. এখন রোনালদোর সেরা মুহূর্তগুলো দিয়ে সাজিয়ে ঘড়ির নতুন সংগ্রহ আনার অপেক্ষায় আছে। রোনালদোকে দেওয়া হার্ট অব সিআর সেভেন বাগুয়েত্তে নতুন আনা চারটি মডেলের একটি। চারটি মডেলের মধ্যে সবচেয়ে দামিটির নাম দ্য ফাইট অব সিআর সেভেন বাগুয়েত্তে। যেটির দাম ১ লাখ ৪৫ হাজার পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৯৪ লাখ টাকা।

উপহার পাওয়া ঘড়ি পরে ছবি পোস্ট করে রোনালদো ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সৌদি আরবের রিয়াদে জ্যাকবের নতুন বুটিকে গিয়ে দারুণ লেগেছে। আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য জ্যাকব আরবোকে ধন্যবাদ।’

ঘড়ি পরা রোনালদোর ছবি পোস্ট করে জ্যাকব অ্যান্ড কো.–এর ইনস্টাগ্রাম পেজে লেখা হয়েছে, ‘রিয়াদে জ্যাকব অ্যান্ড কো.–এর বুটিক উদ্বোধনে এসেছেন ব্র্যান্ড পার্টনার এবং বন্ধু ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের তারকা স্ট্রাইকার জ্যাকব অ্যান্ড কো.–এর ঘড়ি পরে আছেন। এই ঘড়িটিতে তাঁর নাম লেখা আছে আর ছবি যুক্ত করা আছে।’

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জ্যাকব আরাবো বলেছেন, ‘সৌদি আরবে বুটিক খুলতে পেরে আমরা রোমাঞ্চিত। সৌদি আরবের অসাধারণ জনগোষ্ঠীর জন্য অভিনব পণ্য নিয়ে আসব। আমরা সব সময় সৌদি আরবের আন্তরিকতা, সৃজনশীলতা এবং অভিনবত্বের দ্বারা অনুপ্রাণিত।’

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০