ঢাকা সকাল ৬:৪৫। বৃহস্পতিবার ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল কি ইস্তাম্বুল থেকে লিসবনে যাচ্ছে

Asha Mony
মে ১২, ২০২৩ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ তুরস্কের ইস্তাম্বুল চ্যাম্পিয়নস লিগ ফাইনালের জন্য অপেক্ষা করে আছে সেই ২০২০ থেকেই। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে সেই ফাইনালের আয়োজন এখনো হয়ে ওঠেনি তাদের। ২০২১ সালেও তুরস্কে করোনা পরিস্থিতি খারাপ থাকায় ইস্তাম্বুল থেকে সরিয়ে নেওয়া হয় ফাইনাল। দুইবারই বদলি ভেন্যু হিসেবে ছিল পর্তুগালের দুই প্রধান শহর। ২০২০ সালে লিসবন ও ২০২১ সালে পোর্তোতে অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।

আগামী ১০ জুন আবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু চূড়ান্ত হয়ে আছে ইস্তাম্বুল। কিন্তু এবার আর কোভিড নয়, বাঁধ সাধতে পারে তুরস্কের রাজনৈতিক পরিস্থিতি। ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল জানিয়েছে, এই শঙ্কায় উয়েফা নাকি এরই মধ্যে আবার পর্তুগালের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।

এখনো পর্যন্ত ইস্তাম্বুল ভেন্যু হিসেবে ঠিক থাকলেও রাজনৈতিক পরিস্থিতি যদি খারাপ হয়, তাহলে যেন অসুবিধা না হয়, উয়েফার এই আগাম আলোচনা সেটিকে মাথায় রেখেই।

আগামী রোববার তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জন্য এটি এযাবৎকালের সবচেয়ে বড় পরীক্ষা। কয়েকটি জনমত জরিপে দেখা গেছে, বিরোধীদলীয় প্রার্থী কেমাল কিলিচদারোগলুর চেয়ে এরদোয়ান পিছিয়ে আছেন।

বিশ্লেষকেরা বলছেন, এরদোয়ান যদি এবার ক্ষমতা থেকে ছিটকে পড়েন, তাহলে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দেওয়ার শঙ্কা আছে। ২৮ মে নির্বাচনের ফল ঘোষিত হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০