ঢাকা বিকাল ৪:৪৪। বৃহস্পতিবার ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবারের মতো ‘কান চলচ্চিত্র উৎসবে’ ম্রুনাল ঠাকুর

Asha Mony
মে ১৬, ২০২৩ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বেশ ফুরফুরে মেজাজেই আছেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। সম্প্রতি তার চলচ্চিত্র ‘সীতা রামাম’ দিয়ে দর্শক হৃদয় জয় করেছেন অভিনেত্রী। হাতে রয়েছে বেশ কিছু বিগ বাজেটের চলচ্চিত্র। এবার প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবেও যোগ দিতে যাচ্ছেন ম্রুনাল।

জানা গেছে, ম্রুনাল ঠাকুর এবারের কান ফিল্ম ফেস্টিভ্যালে নিজের গ্ল্যামারাস উপস্থিতির মাধ্যমে সারা বিশ্বের দর্শক এবং ভক্তদের মুগ্ধ করবেন। ১৭ মে থেকে ১৯ মে পর্যন্ত চলমান এই ঐতিহ্যবাহী উৎসবে যোগ দেওয়ার জন্য প্রস্তুত তিনি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার সাথে কথা বলার সময় কান ফেস্টিভ্যালে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী। তার ক্যারিয়ারে এই বড় অর্জনটি সম্পর্কে বেশ রোমাঞ্চিত ম্রুনাল। তিনি বলেন, “আমি প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাচ্ছি। এমন একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা সম্মানের। আমি বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাতাদের সাথে আলাপচারিতা করার নতুন সুযোগগুলো অন্বেষণ করার এবং প্রদর্শনের জন্য উন্মুখ। বিশ্বের দরবারে আমি জানাতে চাই যে ভারতীয় সিনেমা অনেক প্রতিভার জোগান দিতে পারে।”

ম্রুনাল ঠাকুর ছাড়াও এ বছর বলিউড অভিনেত্রীদের মধ্যে এষা গুপ্তা, আনুশকা শর্মা, সারা আলি খান, মানুসী চিল্লার সহ একাধিক ভারতীয় অভিনেত্রী প্রথমবারের মতো কান উৎসবে যোগ দিতে যাচ্ছেন।
ম্রুনালকে সর্বশেষ দেখা গেছে আদিত্য রায় কাপুরের সাথে ‘গুমরাহ’ চলচ্চিত্রে। অভিনেত্রীকে পরবর্তীতে দেখা যাবে অঙ্গদ বেদীর বিপরীতে ‘লাস্ট স্টোরিজ ২’-এ। এছাড়াও দক্ষিণের বিগ বাজেটের চলচ্চিত্রও হাতে রয়েছে ম্রুনালের।

সূত্র : পিঙ্কভিলা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০