ঢাকা সন্ধ্যা ৭:২৩। বৃহস্পতিবার ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

“আজ সারা বিশ্বে একই চেতনায়, একই সুরে দিবসটি পালিত হচ্ছে” মে দিবসে শিক্ষা বোর্ড চেয়ারম্যান

subadmin
মে ১, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : আজ ০১ মে “মহান মে দিবস”। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। এ উপলক্ষে সকাল ০৭:৩০টায় রাজশাহী শিক্ষা বোর্ড চত্বর থেকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের নেতৃত্বে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি সিএন্ডবি মোড় হয়ে রাজশাহী শিক্ষা বোর্ডে ফিরে আসে। এরপর সকাল ০৮.৩০ টায় অত্র বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের প্রোগ্রামার ও মে দিবস উদ্যাপন কমিটির আহবায়ক জনাব মো. মামুন অর রশিদ, রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব মো. আজাদ আলী, সাধারণ সম্পাদক জনাব মো. মাহাবুব আলী।

উক্ত আলোচনায় অনুষ্ঠানের সভাপতি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্যে রাখেন। তিনি বলেন “আজ সারা বিশ্বে একই চেতনায়, একই সুরে দিবসটি পালিত হচ্ছে।” আরও বলেন “দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে। বৈষম্যহীন সমাজ শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে সাহায্য করবে।”

মেহনতী জনতার জয় হোক, মহান মে দিবসে সকল পেশার শ্রমজীবি মানুষের প্রতি রইল রাজশাহী শিক্ষা বোর্ডের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০