স্টাফ রিপোর্টার : পুলিশ দেখে পালানোর সময় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন (৫৫) মারা গেছেন। বুধবার দিবাগত রাতে নগরীর দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
কামাল হোসেন দাসপুকুর এলাকারই বাসিন্দা ছিলেন। একসময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। ২০১৮ সালে কাউন্সিলর হওয়ার পর তিনি আওয়ামী লীগে যোগ দেন। এর পর থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তবে দলে তার কোনো পদ-পদবী ছিল না। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তার নামে চারটি মামলা হয়। কামাল হোসেন রাসিকের তিনবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন।
কামাল হোসেন এলাকায় থাকলেও গা-ঢাকা দিয়েই থাকতেন। পুলিশ ও পরিবারের ধারণা, মামলা থাকার কারণে পুলিশ দেখে ভয় পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
কামাল হোসেনের ছেলে শিমুল বলেন, “রাতে আমাদের এলাকায় পুলিশ এসেছিল। পুলিশ দেখে আমার বাবা তবজুল হক নামের এক প্রতিবেশীর বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে যান। তখন সিঁড়িতেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।”
নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আশরাফুল আলম বলেন, “সাবেক কাউন্সিলর কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা আছে। তিনি আত্মগোপনে থাকতেন।”
ওসি আরো বলেন, “রাতে দাসপুকুর এলাকায় পুলিশ গিয়েছিল। তবে কামাল হোসেনকে ধরতে যায়নি। পুলিশ গিয়েছিল অন্য কাজে। কিন্তু পুলিশ দেখে পালাচ্ছিলেন কামাল হোসেন। তখন হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছেই আছে। তারা দাফনের ব্যবস্থা করছেন।”
আজ আসরের নামাজের পর নগরীর ভাটাপাড়া ঈদ্গাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং মহিষ বাথান গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা যায়।