ঢাকা রাত ৯:২৫। বৃহস্পতিবার ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে পুলিশ দেখে ভয়ে রাসিকের সাবেক ওয়ার্ড কাউন্সিলরের মৃত্যু

subadmin
মে ১, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : পুলিশ দেখে পালানোর সময় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন (৫৫) মারা গেছেন। বুধবার দিবাগত রাতে নগরীর দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

কামাল হোসেন দাসপুকুর এলাকারই বাসিন্দা ছিলেন। একসময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। ২০১৮ সালে কাউন্সিলর হওয়ার পর তিনি আওয়ামী লীগে যোগ দেন। এর পর থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তবে দলে তার কোনো পদ-পদবী ছিল না। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তার নামে চারটি মামলা হয়। কামাল হোসেন রাসিকের তিনবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন।

কামাল হোসেন এলাকায় থাকলেও গা-ঢাকা দিয়েই থাকতেন। পুলিশ ও পরিবারের ধারণা, মামলা থাকার কারণে পুলিশ দেখে ভয় পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

কামাল হোসেনের ছেলে শিমুল বলেন, “রাতে আমাদের এলাকায় পুলিশ এসেছিল। পুলিশ দেখে আমার বাবা তবজুল হক নামের এক প্রতিবেশীর বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে যান। তখন সিঁড়িতেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।”

নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আশরাফুল আলম বলেন, “সাবেক কাউন্সিলর কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা আছে। তিনি আত্মগোপনে থাকতেন।”

ওসি আরো বলেন, “রাতে দাসপুকুর এলাকায় পুলিশ গিয়েছিল। তবে কামাল হোসেনকে ধরতে যায়নি। পুলিশ গিয়েছিল অন্য কাজে। কিন্তু পুলিশ দেখে পালাচ্ছিলেন কামাল হোসেন। তখন হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছেই আছে। তারা দাফনের ব্যবস্থা করছেন।”

আজ আসরের নামাজের পর নগরীর ভাটাপাড়া ঈদ্গাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং মহিষ বাথান গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০