চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কয়েক হাজার মানুষ। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ কর্মসূচি, যার নেতৃত্ব দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ।
বিক্ষোভকারীরা ব্যানার-ফেস্টুন হাতে স্টেশন সংস্কার ও আন্তনগর ট্রেন থামানোর দাবি জানান। তাদের দাবি—সিল্ক সিটি এক্সপ্রেস, সাগরদাঁড়ি এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস ও ঢালার চর এক্সপ্রেসের যাত্রাবিরতি এবং স্টেশনটি পূর্ণাঙ্গভাবে চালু করা।
প্রায় শতবর্ষ পুরনো নন্দনগাছী স্টেশনটি ২০১৫ সালের শেষ দিকে কার্যক্রম বন্ধ হয়ে যায়। বর্তমানে কেবল দুটি লোকাল ট্রেন সেখানে থামে এবং একজন মাত্র পোর্টারম্যান কর্মরত আছেন।
অবরোধ চলাকালে রাজশাহী-ঈশ্বরদী রুটের একটি মেইল ট্রেন এবং চিলাহাটি-রাজশাহী রুটের বরেন্দ্র এক্সপ্রেসকে স্টেশনের আগে বাধ্যতামূলকভাবে থামানো হয়। প্রায় ১০–১৫ মিনিট বন্ধ থাকার পর আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে ট্রেনগুলোকে ছেড়ে দেওয়া হয়।
আন্দোলনকারীদের হুঁশিয়ারি, দ্রুত দাবি মেনে না নিলে বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে। আবু সাইদ চাঁদ বলেন, “প্রয়োজনে আমরা নিজেরাই বিনা বেতনে জনবল দিয়ে স্টেশন চালু করব, কিন্তু যাত্রাবিরতি চাই।”
স্থানীয় বাসিন্দা ও আন্দোলনে অংশ নেওয়া মোজাম্মেল হক জানান, এই স্টেশন তিনটি উপজেলা—চারঘাট, বাঘা ও পুঠিয়ার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রাবিরতি দিলে ভোগান্তি কমবে এবং সরকার রাজস্ব পাবে।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাজমুল হক বলেন, দীর্ঘদিনের দাবির পরও ব্যবস্থা না নেওয়া হতাশাজনক।
সরদহ রেলস্টেশনের মাস্টার ইকবাল হোসেন জানান, অবরোধের কারণে ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হয়। তবে আন্দোলনকারীদের সঙ্গে রেল কর্তৃপক্ষ আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে।