ঢাকা রাত ১২:৩২। শুক্রবার ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

চারঘাট নন্দনগাছীতে আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ

subadmin
মে ১, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কয়েক হাজার মানুষ। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ কর্মসূচি, যার নেতৃত্ব দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ।

বিক্ষোভকারীরা ব্যানার-ফেস্টুন হাতে স্টেশন সংস্কার ও আন্তনগর ট্রেন থামানোর দাবি জানান। তাদের দাবি—সিল্ক সিটি এক্সপ্রেস, সাগরদাঁড়ি এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস ও ঢালার চর এক্সপ্রেসের যাত্রাবিরতি এবং স্টেশনটি পূর্ণাঙ্গভাবে চালু করা।

প্রায় শতবর্ষ পুরনো নন্দনগাছী স্টেশনটি ২০১৫ সালের শেষ দিকে কার্যক্রম বন্ধ হয়ে যায়। বর্তমানে কেবল দুটি লোকাল ট্রেন সেখানে থামে এবং একজন মাত্র পোর্টারম্যান কর্মরত আছেন।

অবরোধ চলাকালে রাজশাহী-ঈশ্বরদী রুটের একটি মেইল ট্রেন এবং চিলাহাটি-রাজশাহী রুটের বরেন্দ্র এক্সপ্রেসকে স্টেশনের আগে বাধ্যতামূলকভাবে থামানো হয়। প্রায় ১০–১৫ মিনিট বন্ধ থাকার পর আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে ট্রেনগুলোকে ছেড়ে দেওয়া হয়।

আন্দোলনকারীদের হুঁশিয়ারি, দ্রুত দাবি মেনে না নিলে বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে। আবু সাইদ চাঁদ বলেন, “প্রয়োজনে আমরা নিজেরাই বিনা বেতনে জনবল দিয়ে স্টেশন চালু করব, কিন্তু যাত্রাবিরতি চাই।”

স্থানীয় বাসিন্দা ও আন্দোলনে অংশ নেওয়া মোজাম্মেল হক জানান, এই স্টেশন তিনটি উপজেলা—চারঘাট, বাঘা ও পুঠিয়ার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রাবিরতি দিলে ভোগান্তি কমবে এবং সরকার রাজস্ব পাবে।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাজমুল হক বলেন, দীর্ঘদিনের দাবির পরও ব্যবস্থা না নেওয়া হতাশাজনক।

সরদহ রেলস্টেশনের মাস্টার ইকবাল হোসেন জানান, অবরোধের কারণে ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হয়। তবে আন্দোলনকারীদের সঙ্গে রেল কর্তৃপক্ষ আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০