ঢাকা রাত ১২:৩১। শুক্রবার ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন না করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে : দুলু

subadmin
মে ১, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচন না করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। বিভিন্ন অজুহাত শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমান প্রধান উপদেষ্টা বলেছেন আগামী ডিসেম্বর-মার্চের মধ্যে তিনি নির্বাচন করবেন। এই নির্বাচনের জন্য সাড়ে ১৫ বছর আমরা রক্ত দিয়েছি। এই নির্বাচন করে অনেক মায়ের বুক খালি হয়েছে। এই গণতন্ত্রের জন্য আমরা ভাইকে হারিয়েছি। কিন্তু এই কথা বলার অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, দেশের স্থিতিশীলতা আনতে ও গণতন্ত্র স্বাভাবিক করতে জনপ্রতিনিধিত্বমূলক সরকারের বিকল্প নেই।

তিনি বলেন, এদেশের ইতিহাস ও সংগ্রামে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। দেশের প্রয়োজনে শ্রমিকরা সব সময় ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে। যার সবচেয়ে বড় উদাহরণ জুলাই আন্দোলন। ছাত্র-জনতার আন্দোলনে বহু সংখ্যক শ্রমিকরা তাদের জীবন দিয়েছে। আবারো দেশের ক্লান্তিলগ্নে রাজপথে নামার জন্য শ্রমিকরা ঐক্যবদ্ধ রয়েছে।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গণঅভ্যুত্থানে নাটোরের তিনজন শ্রমিক নিহত হয়েছেন। যারা গুলি করে মারলো তাদের বিচার করতে হবে। তা না হলে বাংলাদেশের মানুষের কাছে এর কৈফিয়ত দিতে হবে, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০