সাইদ সাজু, তানোর : “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের সকল স্থরে শ্রমিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষে রাজশাহীর তানোরে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন তানোর উপজেলা শাখার আয়োজনে মহান মে দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে তানোর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গোল্লা পাড়া বাজারসহ প্রধান প্রধান সকড় পদক্ষিন শেষে তানোর থানা মোড়ে সমাবেশের অনুষ্ঠিত হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন।
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের তানোর উপজেলা শাখার সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে তানোর থানা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সহ সেক্রেটারি এ্যাডভোকেট আব্দুল কাদের। উপস্থিত ছিলেন তানোর পৌর সভাপতি আজাহার আলী সরদার, রিকশা ভ্যান শ্রমিক নেতা হাবিবুর রহমান, ফার্নিচার শ্রমিক নেতা মোতালেব হোসেন, মোজাম্মেল হক। মুন্ডমালা পৌর সভাপতি আব্দুস শুকুর, বাধাইড় ইউপি সভাপতি এনায়েতুল্লাহ, পাচন্দর ইউপি সভাপতি সাদিকুল ইসলাম, তালন্দ ইউপি সভাপতি আলফাজ, কলমা ইউপি সভাপতি আব্দুল করিম, কামারগায় ইউপি সভাপতি দুলাল সরদার, সরঞ্জার ইউপি সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। এসময় তানোর উপজেলার বিভিন্ন এলাকার শতশত বিভিন্ন শ্রেনী পেশার শ্রমিকগন অংশ গ্রহন করেন।
অপর দিকে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথক ভাবে র্যালি ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন, তানোর উপজেলা বিএনপি সাবেক আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেনী পেশার শ্রমিকগন ও স্থানীয় গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।