মাহাবুর রহমান মনি,বাগমারা: রাজশাহীর বাগমারায় শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে এই শিলাবৃষ্টি শুরু হয় প্রায় ১৫ মিনিটের শিলা বৃষ্টিতে রাস্তায়, পথে-ঘাটে শিলার স্তুপ পড়ে থাকতে দেখা যায়। এতে আম এবং অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বাগমারায় গ্রীষ্ম মৌসুমে তেমন কোনো বৃষ্টি হয়নি। কিন্তু হঠাৎ আজ ১৫ মিনিটের শিলাবৃষ্টিতে কৃষকের যেন মাথায় হাত। ধান, পান এবং আমসহ অন্যান্য ফসল শিলাবৃষ্টিতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন বলে জানিয়েছেন।
বাগমারা উপজেলা মূলত ধান এবং পান চাষের জন্য বিখ্যাত পাশাপাশি রাজশাহীর যে বিখ্যাত আম সেই আমও রয়েছে বাগমারায়। কিন্তু হঠাৎ করে এই শিলাবৃষ্টিতে কৃষকরা হতাশ। অনেকেই ধান কাটা শুরু করবেন অচিরেই। ঠিক সেই মুহূর্তেই শিলা বৃষ্টি এ যেন মাথায় বজ্রপাত। ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন তারা। কৃষি বিভাগ বিষয়গুলো তদন্ত করে কৃষকের ক্ষতি লাঘবে কাজ করবেন বলে প্রত্যাশা কৃষকদের।