নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। সকাল ৬:৪৭। ৬ মে, ২০২৫।

সৌদিতে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার আশায় কাবরেরা

Somoyer Kotha
মার্চ ১৪, ২০২৫ ২:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : সৌদি আরবে সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সেই ম্যাচ না খেলেই সৌদি ছাড়ে সুদান। তাই ভাটা পড়ে কোচ হাভিয়ের কাবরেরার পরিকল্পনায়। পরশু রাতে অবশ্য তাইফের একটি ক্লাব আল ওয়েদাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ দল।

রুদ্ধদ্বার ম্যাচের ফল সম্পর্কে কিছুই জানায়নি বাফুফে। এমনকি কোনো ছবি বা ভিডিও ফুটেজ সংগ্রহ করতে পারেনি তারা। তবে কাবরেরা কথাতেই বোঝা যাচ্ছে ম্যাচ দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট তিনি। দেশে ফেরার আগে সৌদিতে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার আশায় রয়েছেন এই কোচ।

কাবরেরা বলেন, ‘আল ওয়েদাতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। ফুটবলারদের জন্য প্রস্তুতিটা ভালোই ছিল। প্রত্যেকেই ৪৫ মিনিটের মতো খেলেছে। গত আটদিন ধরে এখানে যা করেছি, সেটা বাস্তবায়নের ভালো সুযোগ ছিল আমাদের জন্য। আমরা অনুশীলন চালিয়ে যাব। আশা করি, এখানে যতদিন আছি, এর মধ্যে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলব।’

ক্যাম্প শেষে আগামী ১৭ মার্চ ঢাকায় ফেরার কথা রয়েছে বাংলাদেশ দলের। এরপর দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী। আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ সামনে রেখে হামজাকে ঘিরেই যেন সব আলোচনা।

ভারতও অবশ্য স্বস্তির মধ্যে নেই। নতুন কোচ মানোলো মারকেজের অধীনে ৪ ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি তারা। এই চার ম্যাচে ভারত গোলের দেখাই পেয়েছে মাত্র দুবার। তাই গোলখরা কাটাতে অবসর ভেঙে ফেরানো হয়েছে ৪০ বছর বয়সী সুনীল ছেত্রীকে। ৯৪ গোল করে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। এদিকে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে একই ভেন্যুতে ১৯ মার্চ মালদ্বীপের বিপক্ষে খেলবে ভারত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।