নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। সকাল ৬:৪০। ৬ মে, ২০২৫।

‘এত সহজে জিততে পারব ভাবিনি’

Somoyer Kotha
মার্চ ১৪, ২০২৫ ২:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : অল ইংল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন লক্ষ্য সেন। উড়িয়ে দিলেন গত বারের চ্যাম্পিয়ন জোনাথন ক্রিস্টিকে। লক্ষ্য জিতলেন ২১-১৩, ২১-১০ গেমে।

অল ইংল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন লক্ষ্য সেন। উড়িয়ে দিলেন গত বারের চ্যাম্পিয়ন জোনাথন ক্রিস্টিকে। লক্ষ্য জিতলেন ২১-১৩, ২১-১০ গেমে। শুরু থেকেই দাপট দেখালেন লক্ষ্য। বিশ্বের দু’নম্বরের বিরুদ্ধে এত সহজে জিতবেন তা নিজেও ভাবতে পারেননি তিনি।

প্রথম রাউন্ডে বিশ্বের ৩৭ নম্বর চিনা তাইপের সু লি-ইয়াংকে হারিয়েছিলেন ১৩-২১, ২১-১৭, ২১-১৫ ব্যবধানে। প্রি-কোয়ার্টার ফাইনালে যদিও বিপক্ষকে প্রায় দাঁড়াতেই দিলেন না লক্ষ্য। শুরুতেই পর পর পয়েন্ট তুলে বিপক্ষকে চাপে ফেলে দিয়েছিলেন তিনি। প্রথম গেমটি সহজে জেতার পর মনে করা হয়েছিল ক্রিস্টি দ্বিতীয় গেমে হয়তো প্রতিরোধ গড়বেন। কিন্তু তা হয়নি লক্ষ্যের সামনে কখনও ভয়ঙ্কর হতেই পারলেন না ইন্দোনেশিয়ার শাটলার।

ক্রিস্টিকে হারিয়ে অবাছাই লক্ষ্য বলেন, “এত সহজে জিততে পারব ভাবিনি। আমার লক্ষ্য এখন পরের রাউন্ডের দিকে। ক্রিস্টির বিরুদ্ধে আগেও খেলেছি। আমরা একে অপরের বিরুদ্ধে আগেও খেলেছি। জানি কে কী ভাবে ম্যাচে ফিরে আসতে পারি। সেটা কাজে লেগেছে।”

লক্ষ্য জিতলেও হেরে গেলেন মালবিকা বনসোড়। সকলকে অবাক করে বুধবার জিতেছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার মালবিকার বিরুদ্ধে ছিলেন বিশ্বের তিন নম্বর শাটলার আকানে ইয়ামাগুচি। তিনি জিতলেন ২১-১৬, ২১-১৩ গেমে।

বুধবার প্রথম রাউন্ডেই অপ্রত্যাশিত ভাবে হেরে গিয়েছিলেন সিন্ধু। বিশ্বের ২১ নম্বর দক্ষিণ কোরিয়ার ইউনের বিরুদ্ধে শুরুটা খারাপ করেননি। কিন্তু খেলা এগোনোর সঙ্গে সঙ্গে প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে পেরে উঠছিলেন না সিন্ধু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।