নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ২:০৮। ৬ মে, ২০২৫।

মোহনপুরের বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

Somoyer Kotha
মার্চ ১৫, ২০২৫ ২:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরের জাহানাবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে মতিহার উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা- মোহনপুর) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো.আবুল কালাম আজাদ।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী জাহানাবাদ ইউনিয়ন শাখার আয়োজনে আমীর মো. আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর মাওলানা আব্দুল আওয়াল, সেক্রেটারি মো. আব্দুল গফুর মৃধা। উপস্থিত জাহানাবাদ ইউনিয়ন ও ওয়ার্ড বাংলাদেশ জামায়ামে ইসলামীর নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।