নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ৯:১৫। ৪ মে, ২০২৫।

সিগারেটের সর্বনিম্ন দাম ৯ টাকা করার দাবি

Somoyer Kotha
মার্চ ২১, ২০২৫ ২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : তরুণদের ধূমপানে নিরুৎসাহিত করতে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের দাম একীভূত করে প্রতি শলাকা ৯ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং। এতে প্রায় ৯ লাখ তরুণের তামাকজনিত অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে এবং সরকারও অতিরিক্ত ২০ হাজার কোটি টাকা রাজস্ব পেতে পারে বলে সংগঠনটি মনে করে।

গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ধূমপানের উচ্চ হার স্বাস্থ্য খাতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। কর বাড়িয়ে তামাকজাত পণ্যের দাম বৃদ্ধি করলে তরুণদের মধ্যে ধূমপানের প্রবণতা কমবে এবং সার্বিকভাবে জনস্বাস্থ্য উন্নত হবে। তারা শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব পাবলিক প্লেসকে তামাকমুক্ত করার আহ্বান জানান। এ ছাড়া সংগঠনটি তামাকজাত পণ্যে কর বৃদ্ধির পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা বাড়ানোরও তাগিদ দেয়।

আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িংয়ের সমন্বয়ক মারজানা মুনতাহার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদস্য তাসনিম হাসান আবির।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।