স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাঈদ আলী কারাগারে থাকায় তার বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ হত্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে নগরীর ভূবন মোহন পার্কে এই কর্মসূচি পালন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম এবং সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক মোঃ সৈকত পারভেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান জনি এবং প্রধান বক্তা ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ বাবু। এ সময় দলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “মোঃ সাঈদ আলীর বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসার ফসল। তাকে আন্দোলন থেকে সরাতে পরিকল্পিতভাবে এই মামলা করা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি না দিলে রাজশাহীতে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।”
উল্লেখ্য, রাজশাহীর ভুগরইল এলাকায় এক বিএনপি নেতার হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় মোঃ সাঈদ আলী হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে গত রবিবার তিনি রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দীর্ঘদিন রাজপথে সক্রিয় থেকে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা মোঃ সাঈদ আলী বিএনপির নেতাকর্মীদের কাছে একজন সাহসী ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত।