নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। বিকাল ৫:৩৬। ৬ মে, ২০২৫।

৭ জেলায় বইছে তাপপ্রবাহ, কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা

subadmin
এপ্রিল ৪, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে শুরু করে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি নাও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী এবং রাঙামাটি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

আগামীকাল শনিবার (৫ এপ্রিল) খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে পরদিন রোববার (৬ এপ্রিল) ময়মনসিংহ ও সিলেট বিভাগের মধ্যে কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে।

আবার সোমবার (৭ এপ্রিল) বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে পরদিন মঙ্গলবার (৮ এপ্রিল) রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

তাপমাত্রার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, আগামীকাল দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও এরপর দিন-রাতের তাপমাত্রা কিছুটা কমে শেষপর্যায়ে আবারও কিছুটা বাড়তে পারে।

এছাড়া, পরিস্থিতি শেষে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।-ঢাকা পোস্ট

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।