নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। দুপুর ১:১২। ৬ মে, ২০২৫।

বাঘায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ :ভ্যান চালকের মৃত্যু

subadmin
এপ্রিল ৫, ২০২৫ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

মোহা. আসলাম আলী,বাঘা : রাজশাহীর বাঘায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার হাবাসপুর গ্ৰামের মৃত নওয়াব আলীর ছেলে মাজদার হোসেন (৬০)।

শুক্রবার ০৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার সাজির বটতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মাজদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখেই সমঝোতার চেষ্টা চলছিল বলে জানান নিহতের পরিবার। রাত সোয়া ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, নিহতদের লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে আছে। জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার হুমায়রা জেরিন নিপুণ জানান, রাত ৭টায় জরুরি বিভাগে নিয়ে আসে। ধারণা করা হয় সে রাস্তার মধ্যে মারা গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশি আত্নীয় আহাদ আলী জানান, রাজশাহী থেকে বাঘাগামী বাসের মুখোমুখি সংঘর্ষে মাজদার হোসেন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষণা করেন। ঘটনা পর চালক পালিয়ে যায়। বাসের নাম দুলদুল এন্টারপ্রাইজ (কুমিল্লা -জ-০৪-০০৯৪)

পুলিশের পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে মামলার কথা জানানো হলেও নিহতের ছেলে রাব্বি হোসেন জানান, মালিক পক্ষ থেকে সমাঝোতার কথা বলছেন। হয়তো সমাঝোতা হতে পারে। তবে অর্থের বিনিময়ে কি-না,সে বিষয়ে মুখ খুলতে রাজি হননি কোন পক্ষই।

বাঘা থানার এসআই রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে এসে থানায় স্বাক্ষী নেওয়ার কারণে হাসপাতালে লাশের কাছে যেতে বিলম্ব হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।