নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। সকাল ৬:৫৪। ৬ মে, ২০২৫।

জাতীয় স্টেডিয়ামে হামজার ‘অভিষেকে’ সমস্যা দেখছেন না উপদেষ্টা

subadmin
এপ্রিল ৬, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরির ২৫ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। যা হামজার বাংলাদেশের মাটিতে প্রথম ম্যাচ।

হামজার অভিষেক শিলংয়ে হওয়ায় অনেক ফুটবলপ্রেমী স্টেডিয়ামের গ্যালারীতে বসে খেলা দেখতে পারেননি। তাই হোম ম্যাচ দেখার জন্য বাংলাদেশের সমর্থকরা মুখিয়ে আছেন। আর এই ম্যাচটি বাফুফে ঢাকা স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করছে। ২০২১ সালের আগস্ট থেকে স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। এখনো পুরোপুরি শেষ হয়নি। জাতীয় ক্রীড়া পরিষদ এখনো বাফুফেকে আনুষ্ঠানিকভাবে মাঠ বুঝিয়ে না দেয়ায় খানিকটা অনিশ্চিয়তাও ছিল ঢাকা স্টেডিয়ামে হামজার হোম ম্যাচের অভিষেক নিয়ে।

তবে আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ১০ জুন বাংলাদেশের ম্যাচ ঢাকা স্টেডিয়ামে আয়োজনে কোনো বাধা দেখছেন না, ‘কাজ অলমোস্ট শেষ। আমার তাবিথ ভাইয়ের (বাফুফে সভাপতি) সাথে কথা হয়েছে। বাফুফে মাঠের ঘাসের আরো একটু কাজ করবে। আমাদের লাইটিং ও অন্যান্য কাজও শেষের দিকে। আমাকে জানানো হয়েছে এক মাসের মধ্যে মাঠ রেডি হয়ে যাবে। খেলা আয়োজনে সমস্যা দেখছি না।’

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে আজ জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেই অনুষ্ঠানে ছিলেন বাফুফের সহ-সভাপতি ও গর্ভমেন্ট রিলেশন্স কমিটির চেয়ারম্যান ওয়াহিদউদ্দিন চৌধুরি হ্যাপি ও বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তারাও এই বিষয়টি নিয়ে মন্ত্রণালয়-এনএসসির সঙ্গে আলোচনা করেছেন।

বাফুফে সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা আগামীকাল থেকে মাঠের কাজ শুরু করতে চাই। আগামী এক দেড় মাসের মধ্যে এখানে অন্য কাউকে মাঠ বরাদ্দ না দেয়ারও অনুরোধ জানানো হয়েছে। আশা করি মাঠ ও কিছু কাজ আমরা নির্ধারিত সময়ের মধ্যে করতে পারব।’

আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন ও ব্যবস্থাপনার সার্বিক বিষয় দেখভাল করেন ম্যাচ কমিশনার। জাতীয় স্টেডিয়াম সংস্কার হলেও ম্যাচ কমিশনারের জন্য আলাদা কক্ষ নেই। ড্রেসিংরুমের আসন নিয়েও ফেডারেশনের আপত্তি ছিল। এগুলো এখন নিজ দায়িত্বে করার চিন্তাভাবনা করছে বাফুফে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।