নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ৯:৩৪। ৫ মে, ২০২৫।

পার্টি স্প্রে নিয়ে সংঘাত! মেয়ের বিয়ে ভেঙে যাওয়ায় থানায় অভিযোগ

Somoyer Kotha
এপ্রিল ৬, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,ফরিদপুর : গেটে পার্টি স্প্রে দেওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের উৎসাহী কিছু লোকের মধ্যে হাতাহাতির ঘটনায় মেয়ের বিয়ে ভেঙে যাওয়ায় থানায় অভিযোগ দায়ের করেছেন কন্যা দায় গ্রস্থ পিতা।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নে পুটিয়া গ্রামে। রোববার এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন কনের পিতা সামেদ আলী মাতুব্বর।
স্থানীয় ও কনের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পুটিয়া গ্রামের সামেদ আলী মাতুব্বরের মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী উপজেলা সদরপুরের চরব্রাহ্মন্দী ভেন্নাতলী গ্রামের তৈয়ব মোল্লার ছেলে প্রবাসী নাঈম মোল্লার সাথে ক’মাস আগে মোবাইলফোনে কাবিন হয়। দুটো পরিবারের মতামতের ভিত্তিতে বিয়ের দিন ধার্য থাকায় বরযাত্রীরাও চলে আসে। মেয়ের পক্ষে বরের ও গ্রামের লোকজনসহ অতিথি হিসেবে পাঁচ শত লোকের আয়োজন করা হয়। সেমোতাবেক বরের লোকজন বরযাত্রী নিয়ে বঁধুর বাড়িতে পৌঁছে। বিয়ে বাড়ির আঙিনায় আনন্দ ধারায় গেটে পার্টি স্প্রে দেওয়ায়
বর পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। এনিয়ে দুই পক্ষে জড়িয়ে পড়ে চরম বিবাদে। কনের বাবাসহ বেশ কয়েকজন বর পক্ষের হাতে আহত হন। এতে বেঁকে বসে কন্যা পক্ষে। এতটা অসামাজিক কার্যকলাপের পরে মেয়েকে তার প্রবাসী স্বামীর বাড়িতে বিয়ে দিতে রাজী না হয়ে তাদের সিদ্ধান্তঃ জানিয়ে দেয়।
কনের বাবা সামেদ আলী মাতুব্বর জানান, দরিদ্র মানুষ আমি। মেয়ের বিয়ের কথা চিন্তা করে হামলাকারীদের পা পর্যন্ত ধরেছি। খাবারের প্যান্ডেল,খাবারসহ সবকিছু তছনছ করেছে। এমনকি উপহারের টেবিলে রাখা ২ লক্ষ ৩০ হাজার টাকাও হামলায় খোয়া গেছে। অবশেষে বরযাত্রীরা বউ না নিয়ে ফেরত চলে যায়। তিনি আরও বলেন, পরিবারের সদস্যদের মতামতে ওখানে মেয়ে বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে বর পক্ষের অভিভাবক ইউসুফ আলী বলেন অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। এর বেশী কিছু বলতে পারছি না। তবে বর নাঈম মোল্লা ও তার বাবা তৈয়ব মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোন কথা বলতে রাজি হয়নি।
ভাঙ্গা থানার ওসি তদন্ত ইন্দ্রজিত মল্লিক জানান, এবিষয়ে
ডিউটি অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।