ঢাকা বিকাল ৫:৩৭। শুক্রবার ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

পুঠিয়ায় যাত্রীকে বেঁধে ভ্যান চালককে জবাই

Asha Mony
মে ২২, ২০২৩ ৯:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলায় যাত্রীকে বেঁধে রেখে এক ভ্যান চালককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এরপর এই চালকের ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ভ্যানচালক আবদুল আউয়ালের দাবি, অজ্ঞাত তিন দুর্বৃত্ত রোববার সকালে এ ঘটনা ঘটিয়েছে।
নিহত ভ্যানচালকের নাম কুদ্দুস আলী ওরফে কালু (৩৫)। রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি গ্রামে তার বাড়ি। তার ভ্যানের যাত্রী আবদুল আউয়ালের বাড়ি পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামে। তিনি সবজি ব্যবসায়ী। রোববার ভোরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে পুঠিয়া উপজেলার গাঁওপাড়া বাজার সংলগ্ন এলাকায় লোমহর্ষক এই খুনের ঘটনা ঘটে।
আউয়ালের বক্তব্য, ভ্যানচালক কালুকে নিয়ে ভোরে তিনি নাটোরের তেবাড়িয়া হাটে সবজি আনতে যাচ্ছিলেন। পথে গাঁওপাড়া বাজারের কাছে পৌঁছালে তিনজন অপরিচিত লোক তাদের গতি রোধ করেন। এ সময় দুর্বৃত্তরা তাদের দুজনকে ধারালো অস্ত্র দেখিয়ে সড়কের পাশের একটি ফাঁকা জমিতে নিয়ে যায়। কালুর কাছে ভ্যানের চাবি চাইলে তিনি দূরে চাবি ছুড়ে ফেলে দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে কালুর চোখ-হাত-পা বেঁধে ফেলে। বেঁধে ফেলা হয় আউয়ালকেও। এরপর ছুরি দিয়ে তারা কালুকে জবাই করে। এরপর তারা আউয়ালের কাছে থাকা সাড়ে চার হাজার টাকা ও কালুর ভ্যানটি নিয়ে চলে যায়। তিনি ঘটনাস্থলে কান্নাকাটি করতে থাকলে স্থানীয় লোকজন আসে এবং এ বিষয়ে পুলিশকে জানানো হয়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ঘটনাটি লোমহর্ষক। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করার উদ্দেশ্যে প্রত্যক্ষদর্শী ভ্যানযাত্রীকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০