ঢাকা রাত ৩:৪৩। শনিবার ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ ১ নারী গ্রেপ্তার

subadmin
মে ২, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মোসা: জেসমিন খাতুন ওরফে বিবিজান (৪২)। সে রাজশাহী নগরীর কাটখালী থানার মীরকামারী গ্রামের মো: বেল্লাল হোসেনের স্ত্রী।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১ মে সকাল সাড়ে ৬ টায় আরএমপি’র কাটখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে কাটাখালী থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাটাখালী থানার দেওয়ানপাড়া মোড়ে এক মহিলা গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাটাখালী থানার এসআই মো: নাদিম উদ্দীন ও তাঁর টিমটি গতকাল সকাল পৌনে ৭ টায় কাটাখালী থানার দেওয়ানপাড়া মোড়ে অভিযান পরিচালনা করে আসামি জেসমিন খাতুনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার হয়।

উল্লেখ্য আসামি জেসমি খাতুনের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া ও মতিহার থানার ৩ টি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০