ঢাকা সকাল ১১:৫৩। বুধবার ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

ভিসা নিয়ে ১৮ দেশের নাগরিকদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত

Somoyer Kotha
এপ্রিল ৮, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : ইলেকট্রনিক ট্রানজিট ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, এ ভিসায় সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। ফলে ১৮টি দেশের নাগরিকরা এ সুবিধা পাবেন।

সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, ইলেকট্রনিক ট্রানজিট ভিসা মূলত ই-স্টপওভার ভিসা নামে পরিচিত। এ ভিসার আওতা সীমিত করা হয়েছে। এখন থেকে শুধু নির্দিষ্ট ১৮টি দেশের নাগরিকরাই এই ভিসা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

মিসরের সংবাদমাধ্যম কায়রো২৪-এর এক প্রতিবেদনে বলা হয়, নতুন নীতিমালা অনুযায়ী, এই ই-স্টপওভার ভিসা কেবল ‘গ্রুপ এ’-এর অন্তর্ভুক্ত দেশগুলো থেকে আগত কিংবা সেসব দেশে গমনরত যাত্রীদের জন্যই প্রযোজ্য হবে।

যেসব দেশের নাগরিকরা এই ভিসা পাবেন তারা হলো কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া, সাইপ্রাস, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, চীন (হংকং ও ম্যাকাওসহ), মালয়েশিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক ও মরিশাস।

একটি সূত্র জানিয়েছে, এই সুবিধাটি শুধু তাদের জন্য প্রযোজ্য, যাদের ফ্লাইট নির্ধারিত দেশগুলোর মধ্যে কোনো একটি থেকে শুরু হয় বা শেষ হয়। অর্থাৎ, যাত্রা শুরুর বা গন্তব্যস্থল হতে হবে এই তালিকাভুক্ত ১৮টি দেশের মধ্যে কোনো একটি।

সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, এ সুবিধার জন্য যাত্রীদের অবশ্যই তালিকাভুক্ত দেশের কোনো একটিতে প্রবেশ করার জন্য বৈধ ভিসা থাকতে হবে এবং সেই ভিসাটি ব্যবহার করে পূর্বে অন্তত একবার ওই দেশে ভ্রমণ করতে হবে।

এই নতুন নীতির উদ্দেশ্য হলো ভিসা প্রক্রিয়াকে আরও সুনির্দিষ্ট করা এবং নির্ভরযোগ্য যাত্রাপথের ওপর ভিত্তি করে আবেদনকারীদের যাচাই করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০