ঢাকা বিকাল ৪:২১। শনিবার ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

Asha Mony
মে ২৩, ২০২৩ ১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সে সঙ্গে তাঁকে আরও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত মিজানুর রহমান (৪২) জেলার ভোলাহাট উপজেলার বজরাটেক গ্রামের আব্দুল মাজিদের ছেলে।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম বলেন, ২০২১ সালের ১২ জুলাই চাঁপাইনবাবগঞ্জের নাচোল ধানসুরা মোড় এলাকার পেট্রলপাম্পের সামনে র‌্যাব-৫ রাজশাহীর একটি দল অভিযান চালিয়ে ১ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ দন্ডিত আসামিকে আটক করে।
রবিউল আরও বলেন, পরে র‌্যাব-৫-এর এসআই শ্রীনিবাস মিস্ত্রী বাদী হয়ে নাচোল থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমানকে অভিযুক্ত করে ২০২১ সালের ১৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আদালতের বিচারক আসামি মিজানুর রহমানকে দোষী সাব্যস্ত করে এ রায়ে দন্ডিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০