ঢাকা দুপুর ২:৪৭। বুধবার ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

৬ কোটি দামের ম্যাক্সওয়েল, ৭ ম্যাচে গড় রান ৮

subadmin
এপ্রিল ২৭, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : অনেকদিন থেকেই ব্যাট হাতে দারুণ অধারাবাহিকতায় ভুগছেন গ্লেন ম্যাক্সওয়েল। সেই ধারাবাহিকতা তিনি চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও টেনে নিয়েছেন। ২০২৪ আসরে পুরোদমে ব্যর্থ এই অস্ট্রেলিয়ান তারকাকে এবারের মেগা নিলামের আগে ছেড়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নতুন ঠিকানা পাঞ্জাব কিংসেও সেই একই দশা ম্যাক্সওয়েলের। রিকি পন্টিংয়ের দলটি তাকে কিনেছিল ৬ কোটি টাকায় (৪.২০ কোটি রুপি)।

শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব চলতি মৌসুমে দারুণ ভারসাম্যপূর্ণ দল। পারফর‌ম্যান্সে তার পুরো ছাপ রয়েছে। যদিও আগের ম্যাচে হার এবং গতকাল নিজেদের সর্বশেষ খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর পাঞ্জাবের বর্তমান অবস্থান পয়েন্ট টেবিলের চারে। ৯ ম্যাচে ৫ জয় ও ৩ হারে তাদের বর্তমান পয়েন্ট ১১। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আগে ব্যাট করে আইয়ারের দল ২০১ রান তুলেছিল। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১ ওভারের বেশি হতে পারেনি।

সবমিলিয়ে পাঞ্জাবের এবারের আইপিএল খুব একটা খারাপ কাটছে বলা যায় না। অথচ ব্যাটিংয়ে ব্যর্থ হওয়া সত্ত্বেও দুটি ম্যাচ বাদে নিয়মিতই তাদের একাদশে থাকছেন ম্যাক্সওয়েল। কোচ রিকি পন্টিংয়ের কারণেই তিনি এত সুযোগ পাচ্ছেন কি না সেই আলোচনাও চলছে। এখন পর্যন্ত ৭ ম্যাচের ৬টিতে ব্যাটিং নেমেছেন এই অজি তারকা। যেখানে মাত্র ৮ গড়ে তার রান ৪৮। স্ট্রাইকরেট স্রেফ ৯৭.৯৫। বিধ্বংসী ব্যাটার হিসেবে পরিচিত ম্যাক্সওয়েল ৫টি ও কেবল একটি ছক্কা মেরেছেন।

গতকাল (শনিবার) ইডেন গার্ডেন্সে কলকাতার বিপক্ষে ৮ বলে ৭ রান করেই সাজঘরে ফেরেন ম্যাক্সওয়েল। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়েছেন তিনি। ভারতীয় এই রহস্য স্পিনারের বলে অবশ্য বরাবরই তিনি দিশেহারা ছিলেন। এখন পর্যন্ত বরুণ ও ম্যাক্সওয়েল পরস্পরের মোকাবিলা করেছেন ৮টি ইনিংসে। এর মধ্যে ৫ বারই তিনি আউট হন বরুণের বলে। বরুণ চক্রবর্তীর ৩৩টি বল খেলে ৫০ রান করেছেন ম্যাক্সওয়েল।

এর আগে ২০২৪ আইপিএলে বেঙ্গালুরুর হয়ে ম্যাক্সওয়েল ৯ ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেন সাকুল্যে ৫২ রান। যেখানে তার গড় ছিল ম্যাচপ্রতি স্রেফ ৫.৭৭। স্ট্রাইকরেট ছিল ১২০.৯৩। আসরটিতে মোট ৪ বার শূন্য রানে আউট হন ম্যাক্সওয়েল। গত বছরের খারাপ ফর্ম তিনি চলতি আইপিএলেও বজায় রেখেছেন। আইপিএলের সর্বশেষ ১৫ (২০২৪-২৫ দুই আসর মিলিয়ে) ইনিংসে ম্যাক্সওয়েল করেছেন সর্বসাকুল্যে ১০০ রান। শূন্য রানে আউট হন ৫ বার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০