ঢাকা সন্ধ্যা ৬:০২। বুধবার ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

মোদির আগ্রাসন পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে : ইমরান

subadmin
এপ্রিল ৩০, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : নরেন্দ্র মোদির আগ্রাসন পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার বর্তমানে দেশটির একটি কারাগারে বন্দি রয়েছেন।

সেখানেই আইনজীবীদের সঙ্গে আলাপচারিতায় দেওয়া বার্তায় তিনি একথা বলেন। বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন— ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগ্রাসী মনোভাব পাকিস্তানের জনগণকে এক কণ্ঠে ভারতবিরোধী অবস্থানে ঐক্যবদ্ধ করেছে। তিনি মোদির যুদ্ধপ্রবণ অবস্থানের তীব্র ভাষায় নিন্দাও জানান।

মঙ্গলবার আদিয়ালা কারাগারে আইনজীবীদের সঙ্গে আলাপচারিতায় ইমরান খান বলেন, “যদিও আমরা এই ভুয়া সরকারকে প্রত্যাখ্যান করি, তবুও গোটা জাতি আজ একতাবদ্ধ হয়ে মোদির যুদ্ধপ্রবণতা এবং তার বিপজ্জনক উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়েছে। মোদির এই মনোভাব পুরো অঞ্চলের শান্তির জন্য হুমকি।”

ইমরান খানের এই বক্তব্য পিটিআইয়ের ফেসবুক পেজে প্রকাশিত হয়।

ইমরান খান বলেন, ভুয়া ফর্ম-৪৭ এর মাধ্যমে গঠিত অবৈধ সরকার দেশের জনগণকে বিভক্ত করেছে। কিন্তু মোদির সাম্প্রতিক আগ্রাসী আচরণ উল্টো দেশের জনগণকে জাতীয় স্বার্থে একত্রিত করেছে।

কাশ্মির প্রসঙ্গে ভারতকে দোষারোপ পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন, কাশ্মিরের পেহেলগাম সম্প্রতি ঘটে যাওয়া হামলার জন্য তদন্ত বা আত্মসমালোচনার বদলে মোদি সরকার পাকিস্তানকে দায়ী করছে।

তিনি বলেন, “২০১৯ সালের পুলওয়ামা ঘটনার সময়ও আমরা সহযোগিতার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু ভারত কোনও প্রমাণ দিতে পারেনি। আমি তখনই বলেছিলাম, ভবিষ্যতে আবার এমনই ঘটবে— আর সেটাই আজ পেহেলগাম ঘটনার পর দেখা যাচ্ছে।”

ইমরান খান কাশ্মিরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সবসময় সমর্থন করেছেন বলে উল্লেখ করেন এবং বলেন, “জাতিসংঘের প্রস্তাবে স্বীকৃত কাশ্মিরিদের অধিকার রক্ষার জন্য আমরা বরাবরই আওয়াজ তুলেছি।”

তিনি বলেন, ভারতের বর্তমান সরকার আরএসএস-এর চরমপন্থি ভাবধারায় পরিচালিত, যা শুধু এই অঞ্চলের নয়, গোটা বিশ্বের জন্য বিপজ্জনক। বিশেষ করে ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মিরে দমন-পীড়ন বেড়ে গেছে, যার ফলে কাশ্মিরিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা আরও জোরালো হয়েছে।

ইমরান খান পেহেলগাম হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেন এবং বলেন, “দুঃখজনকভাবে, এই ঘটনার প্রকৃত তদন্তের বদলে ভারত বরাবরের মতোই পাকিস্তানকে দায়ী করছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০