অনলাইন ডেস্ক : বেশ নাটকীয় এক ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ২ রানে হেরেছে চেন্নাই সুপার কিংস। ইতোমধ্যেই চলমান আইপিএল থেকে বিদায় নিশ্চিত করা চেন্নাইয়ের জন্য জয়টি হতে পারত মর্যাদার। কিন্তু ডেওয়াল্ড ব্রেভিসের আউটটি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং। অনেকটা দ্রুতই এই দক্ষিণ আফ্রিকান ব্যাটারকে এলবিডব্লু আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। যা নিয়ে বিতর্ক চলছে।
‘বেবি এবি’খ্যাত (এবি ডি ভিলিয়ার্স) ব্রেভিস নেমেছিলেন সেঞ্চুরির পথে থাকা চেন্নাইয়ের তরুণ ওপেনার আয়ুশ মহাত্রের বিদায়ের পর। ওই সময় মহেন্দ্র সিং ধোনির দলের জয়ের জন্য ২২ বলে ৪২ রান দরকার ছিল। কিন্তু লুঙ্গি এনগিডির ফুল টস ডেলিভারিতে প্রথম বলেই আউট হয়ে যান ব্রেভিস। এ সময় নন-স্ট্রাইক প্রান্তে থাকা চেন্নাইয়ের অভিজ্ঞ তারকা রবীন্দ্র জাদেজা আম্পায়ারের ওপর খেপে যান। কেবল তাই নয়, রিভিউ নিতেও দেরি করে ফেলেন ব্রেভিস। ফলে তিনি আউটের বিরুদ্ধে ডিআরএস আবেদনের সুযোগ হারান।
মূলত সতীর্থ জাদেজার সঙ্গে আলোচনা করতেই অনেকটা সময় নিয়ে নেন ব্রেভিস। ফলে আম্পায়ারের সিদ্ধান্ত মেনেই তাকে সাজঘরে ফিরতে হয়। যা দেখে বিরক্ত জাদেজা বেশ ক্ষিপ্ত হয়ে ফিল্ড আম্পায়ার নীতিন মেননের সঙ্গে অনেকক্ষণ তর্ক করতে দেখা যায়। কিন্তু এতে আখেরে কোনো লাভ–ই হয়নি। পরে বল ট্র্যাকিংয়ে দেখা যায়, ব্রেভিস কোনোভাবেই এলবিডব্লিউ আউট ছিলেন না। কারণ বলটি ছিল স্টাম্প লাইনের বাইরে। সেটি স্টাম্পে আঘাত করত না। যা ব্রেভিসের আউটের সিদ্ধান্ত নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে।
নিয়ম অনুযায়ী– অনফিল্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানানোর পরবর্তী ১৫ সেকেন্ডের মধ্যে রিভিউ নিতে পারবেন ব্যাটাররা। একইভাবে বোলাররাও উইকেটের আবেদনে সেই সময় পাবেন। কিন্তু ব্রেভিস রিভিউ’র সিদ্ধান্ত জানানোর বেশ আগেই ১৫ সেকেন্ড শেষ হয়ে যায়। ম্যাচ শেষে অবশ্য আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি ব্রেভিসকেও দায় দেন চেন্নাইয়ের কোচ ফ্লেমিং, ‘হ্যাঁ এটা বড় মোমেন্টাম ছিল। জাদু (জাদেজা) ও ব্রেভিস কথা বলতেই বেশি সময় নিয়ে ফেলেছিল।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় তারা দেখেছে যে বলটি বাউন্ডারিতে চলে গেছে এবং ব্রেভিস সিদ্ধান্ত জানাতে গিয়ে দেখে রিভিউ’র সময় শেষ। আমি আসলে জানি না এর কী উত্তর আছে। তারাও হয়তো বিষয়টি নিয়ে নিশ্চিত ছিল না। যখন আউট দেওয়া হয়, এরপর যত দ্রুত সম্ভব সময় গণনা শুরু হয়ে যাবে। আম্পায়ারের দৃষ্টিতে দেখলে…খেলা তখনও চলছিল, কিন্তু আপনি সময় অতিবাহিত করতে যাচ্ছেন। আবার তাকে আউট দেওয়ায় বল বাউন্ডারিতে গেলেও আমরা রান থেকে বঞ্চিত হই।’
এদিকে, নিজেদের অসচেনতার কারণেই ব্রেভিসকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে বলে মন্তব্য করেন ধারাভাষ্যকার ড্যানি মরিসন, ‘কেন তুমি রিভিউ বাঁচিয়ে রেখেছ? তুমি সেগুলো ক্যাশে পরিণত করবে? যা ম্যাচের পর তোমাকে টাকা দেবে! ব্রেভিস এবং জাদেজা শুরুতেই রিভিউ না নেওয়া ভুল সিদ্ধান্ত ছিল।’ আরেক সাবেক ভারতীয় স্পিনার পিযূশ চাওলা–ও প্রায় একই সুরে বলেন, ‘তোমাকে আলোচনা করার প্রয়োজন নেই, কারণ ওই মুহূর্তে মাত্র তিন-সাড়ে তিন ওভার বাকি। অথচ আরও দুটি রিভিউ আছে, সরাসরি তোমার সেগুলো ব্যবহার করা উচিৎ।’
প্রসঙ্গত, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৩ রান তোলে। তাদের পক্ষে কোহলি সর্বোচ্চ ৬৩, জ্যাকব বেথেল ৫৫ এবং শেফার্ড ৫৩ করেন। লক্ষ্য তাড়ায় তরুণ ওপেনার মহাত্রের ৯৪ এবং রবীন্দ্র জাদেজার ৭৭ রানে প্রায় জয়ের দ্বারপ্রান্তেই ছিল চেন্নাই। তবে আসর থেকে ইতোমধ্যে বিদায় নিশ্চিত করা দলটির ইনিংস ২১১ রানে থামে।