নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ১১:০০। ৫ মে, ২০২৫।

গাজায় সম্ভাব্য ‘মানবিক সহায়তা বিতরণ’ অনুমোদন করল ইসরাইল

subadmin
মে ৫, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : গাজা উপত্যকায় সম্ভাব্য ‘মানবিক সহায়তা বিতরণ’ অনুমোদন দিয়েছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা। তবে ইসরাইলের এক রাজনৈতিক সূত্র জানায়, ফিলিস্তিনি এই ভূখণ্ডে বর্তমানে পর্যাপ্ত খাদ্যসামগ্রী রয়েছে।

রাজনৈতিক সূত্রটির বরাত দিয়ে জেরুজালেম থেকে এএফপি জানায়, ‘প্রয়োজনে মানবিক সহায়তা বিতরণ অনুমোদন করেছে মন্ত্রিসভা, যাতে হামাস এসব সরবরাহের নিয়ন্ত্রণ নিতে না পারে এবং তাদের শাসনক্ষমতা ধ্বংস করা সম্ভব হয়। আলোচনার সময় উল্লেখ করা হয় যে, গাজায় বর্তমানে যথেষ্ট খাদ্য রয়েছে।’

উল্লেখ্য, দুই মাসেরও বেশি সময় ধরে ইসরাইলি অবরোধে রয়েছে গাজা উপত্যকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।