নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ৯:৫২। ৫ মে, ২০২৫।

হৃতিকের বোনের সারা দেহে আঘাতের চিহ্ন, ঘুমাননি ২৮ দিন

subadmin
মে ৫, ২০২৫ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : বলিউড নায়ক হৃতিক রোশনের বোন সুনায়না রোশন মাদকাসক্ত ছিলেন, তা অনেকেই জানতেন। সে সময় রোশন পরিবারের সকলেরই দুশ্চিন্তায় দিন কাটত। যদিও এমন জটিল সমস্যা থেকে পরিত্রাণও পেয়েছিলেন একসময়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মদ্যপানে আসক্তির বিরুদ্ধে লড়াই এবং সেরে ওঠার বিষয়ে মুখ খুললেন সুনায়না। জানালেন, নানা রোগ বালাই এর মধ্য দিয়েই লড়াই চালিয়ে গেছেন তিনি; লড়েছেন ক্যান্সার এবং টিবির মতো রোগের সঙ্গেও।

একটা সময় সুনায়না মদ্যপানের পর নিজেকে বারবার আঘাত করতেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি বিছানা থেকে, চেয়ার থেকে পড়ে যেতাম। এবং সারা শরীরে আঘাতের চিহ্ন থাকত। নানা যন্ত্রণার মধ্যে দিয়ে ছিলাম। অ্যালকোহলের প্রভাব কমে গেলে নার্ভাস লাগত। তাই আরও বেশি করে পান করতাম। যার পরিণতি ছিল ভয়াবহ।’ এও জানিয়েছেন, দিনরাত মদ্যপানের ফলে একটা সময় নিজেকেই ঘৃণা করতে শুরু করেন তিনি।

এসমস্ত কারণে সুনায়না বিদেশের একটি নেশামুক্তি কেন্দ্রে কাটান। সেখানকার তিক্ত অভিজ্ঞতাও নিজেই তুলে ধরেছেন তিনি। বলেন, ‘৬-৭ জন আমাকে বারবার প্রশ্ন করতেন। আমি সেখানে থাকাকালীন প্রায় ২৮ দিন ঘুমাইনি। নানা প্রশ্ন করা হতো আমাকে। ওরা আমার ভেতর থেকে সব কিছু বের করে আনতে চাইতেন। ৬-৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আমি খুব ক্লান্ত হয়ে পড়তাম। তবে হ্যাঁ, নেশামুক্তি কেন্দ্রের বিষয়টা কিন্তু আমাকে অনেক সাহায্য করেছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।