নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। দুপুর ১২:৫৭। ৫ মে, ২০২৫।

মোবাইল ফোন-ব্লুটুথ হেডফোন নিয়ে পরীক্ষা দেয়ায় একজন বহিষ্কার

Asha Mony
মার্চ ৩, ২০২৪ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে এক এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৩ মার্চ) রাজশাহী কলেজিয়েট স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্র সচিব ড. নূরজাহান বেগম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, এসএসসি পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন ও একটি ব্লুটুথ হেডফোন পাওয়া যায়। এসব ব্যবহার করে পরীক্ষায় সে অসদুপায় অবলম্বনের চেষ্টা করেছিল। তাই তাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত পরীক্ষার্থী রাজশাহীর প্যারামাউন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। এটি রাজশাহীর একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা ছিল।

বিভাগের আট জেলায় মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৮২ হাজার ৮৭৬ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছে এক লাখ ৮১ হাজার ৪৪৪ জন। এ দিন শুধু কেবল একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। অনুপস্থিত ছিল এক হাজার ৪৩২ জন।

রাজশাহীর আট জেলার ২৬৬টি কেন্দ্রে এদিন পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।