ঢাকা রাত ৯:৫৭। শনিবার ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

গাজার জন্য ত্রাণ নিয়ে আসা জাহাজে ইসরায়েলের হামলা

subadmin
মে ২, ২০২৫ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার পথে আন্তর্জাতিক জলসীমায় একটি জাহাজে হামলা করেছে ইসরায়েল। মিশনের আয়োজনে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ নামের একটি সংগঠন ইসরায়েলের অবরোধ ভাঙার লক্ষ্যে এই ত্রাণবাহী জাহাজ নিয়ে রওনা হয়েছিল। সংগঠনটি জানিয়েছে, ইউরোপের মাল্টার কাছে ড্রোন হামলার শিকার হয়েছে তাদের জাহাজটি।

শুক্রবার (২ মে) এক বিবৃতিতে এফএফসি বলেছে, সশস্ত্র ড্রোনগুলো নিরস্ত্র বেসামরিক জাহাজের সামনের দিকে দুবার আক্রমণ করেছে। এর ফলে আগুন লেগে যায় এবং জাহাজের হালে বড় ধরনের ফাটল দেখা দেয়।

বিবৃতিতে ইসরায়েলের উদ্দেশে বলা হয়, ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করতে হবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জবাব দিতে হবে, যার মধ্যে চলমান অবরোধ এবং আন্তর্জাতিক জলসীমায় আমাদের বেসামরিক জাহাজে বোমা হামলা অন্তর্ভুক্ত রয়েছে।

তবে ইসরায়েল ড্রোন হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
সংগঠনটির একজন নিকোল জেনেস আল জাজিরাকে বলেন, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ২৩ মিনিটে আক্রমণের ফলে জাহাজে একটি গর্ত তৈরি হয় এবং ইঞ্জিনে আগুন ধরে যায়। জাহাজে থাকা ৩০ জন তুর্কি এবং আজারবাইজানের নাগরিক জাহাজটিকে ভাসিয়ে রাখার জন্য তীব্র প্রচেষ্টা চালিয়েছেন।

এ ঘটনার পর মাল্টার সরকার এক বিবৃতিতে বলেছে, জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কর্তৃপক্ষ জাহাজটি পর্যবেক্ষণ করছে।-ইত্তেফাক

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০