নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। দুপুর ১:২৮। ৫ মে, ২০২৫।

বাংলাদেশের টেস্ট দল ঘোষণা; নতুন মুখ মুশফিক-দিপু

Asha Mony
জুন ৪, ২০২৩ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ বাংলাদেশের জাতীয় দলে আরও এক মুশফিক এসে গেছেন। যার পুরো নাম মুশফিক হাসান। তিনি মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের মতো ব্যাটার নন, বল হাতে গতির ঝড় তুলতে ওস্তাদ। সেইসঙ্গে এসেছেন তরুণ ব্যাটার শাহাদত হোসেন দিপু।

এই দুই নতুন মুখ নিয়েই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বেশ চমক উপহার দিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগেই জানা গিয়েছিল, সাকিব আল হাসানের অনুপস্থিতিতে এই টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। আজ রবিবার ঘোষিত দলে তেমনটাই দেখা গেল। সিনিয়রদের মাঝে দলে আছেন তামিম ইকবাল আর মুশফিকুর রহিম।

আছেন মুমিনুল হকও। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। তার সঙ্গী হিসেবে আছেন খালেদ, এবাদত এবং শরীফুল।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১০ জুন বাংলাদেশে আসবে আফগান দল।

১৪ জুন থেকে মিরপুর শেরে বাংলায় শুরু হবে একমাত্র টেস্ট। এরপর ভারত সফরে যাবে আফগানরা। সেই সফর শেষে বাংলাদেশে ফিরে তারা বাকি দুই ফরম্যাটের সিরিজ খেলবে। শাহাদাত ও মুশফিককে সুযোগ দেওয়ার ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, ‘দুজনই অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলেছে। এরপর আমাদের হাই পারফরম্যান্স বিভাগে ছিল।

“এ” দলের হয়ে ওরা যথেষ্ট ভালো করেছে। আমরা আত্মবিশ্বাসী সুযোগ পেলে ওরা ভালো করবে।’
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদত হোসেন দিপু, মুশফিক হাসান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।