নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ৯:৩০। ৫ মে, ২০২৫।

বদলে যাচ্ছে বিশ্বকাপের সূচি

Asha Mony
আগস্ট ৩, ২০২৩ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ গত সপ্তাহেই ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ নিশ্চিত করেছিলেন বিশ্বকাপের সূচিতে বদল আসছে। সত্যি হচ্ছে সেটাই। গতকাল ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, বদলে গেছে বিশ্বকাপের কয়েকটা ম্যাচের সূচি। ১৫ অক্টোবর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের নবরাত্রি উৎসব।

এ জন্য আহমেদাবাদ পুলিশ একই দিনে ভারত-পাকিস্তানের ম্যাচে নিরাপত্তা জোরদার করা কঠিন হবে বলে লিখিতভাবে জানিয়েছিল বিসিসিআইকে। বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় সেই ম্যাচটি তাই এক দিন এগিয়ে ১৪ অক্টোবর আনা হয়েছে বলে খবর ক্রিকইনফোর। ১৪ অক্টোবর বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে আর আফগানিস্তান মুখোমুখি হবে ইংল্যান্ডের। পরিবর্তিত সূচিতে বাংলাদেশের ম্যাচটা ঠিকই আছে।

তবে আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচটি হতে পারে ১৩ অক্টোবর। পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ হওয়ার কথা ১২ অক্টোবর। দুই ম্যাচের মাঝে পর্যাপ্ত বিরতি নিশ্চিত করতে সেটা এগিয়ে আনা হবে ১০ অক্টোবর। এই ম্যাচগুলোর সূচিতে বদল এনে বিসিসিআই পাঠিয়েছে আইসিসির কাছে।

পরিবর্তিত এই সূচি আইসিসি পাঠিয়েছিল পিসিবিতে। তারা রাজি হওয়ায় কয়েক দিনের মধ্যে পরিবর্তিত সূচি প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছে ক্রিকইনফো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।