নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। সন্ধ্যা ৬:০১। ৫ মে, ২০২৫।

বারের নির্বাচনে স্থগিত হওয়া ফলাফল দ্রুত ঘোষণা দাবি

Asha Mony
মার্চ ১, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী বার নির্বাচনে স্থগিত হওয়া ফলাফল দ্রুত ঘোষণা দাবি জানিয়ে বিএনপিপন্থি আইনজীবিরা। শুক্রবার সকালে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এই দাবি জানানো হয়।

এসময় তারা ফলাফল স্থগিত করার প্রতিবাদ জানায়। বিএনপিপন্থী আইনজীবিরা বলেন, নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবিদের পূর্ণ প্যানেল পাশ করে। প্রাথমিক ভাবে পোলিং এজেন্টের দেয়া হিসেবে দেখা যায় বিএনপিন্থী প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

কিন্তু নিশ্চিত পরাজয় বুঝতে পেরে আওয়ামীপন্থী প্রার্থী ও তাদের সমর্থকরা তখন হট্রগোল সৃষ্টি করেছে। এ সময় নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে বাধ্য করেছে এবং ফলাফল স্থগিত করে দিয়েছে। এই স্থগিত হওয়া ফলাফল দ্রুত ঘোষণার দাবি জানায় তারা।

এ সময় রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের বিএনপিপন্থী আইনজীবিরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।