নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। সকাল ৮:৪৮। ৫ মে, ২০২৫।

নগরীতে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামী গ্রেফতার

Asha Mony
মার্চ ৩, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী র‌্যাব-৫ এর অভিযানে দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার হয়েছে। আজ রোববার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- রাজশাহীর তানোর উপজেলার দেবিপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে বাচ্চু ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকার মোসাররফ হোসেনের ছেলে মামুনুর রশিদ।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার সকাল ১০টার দিকে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে বাচ্চুকে গ্রেফতার করা হয়। এছাড়াও শনিবার বিকেলে নগরীর কুমারপাড়া এলাকা থেকে গ্রেফতার হয় মামুনুর রশিদ। তারা দুজনই সাজাপ্রাপ্ত মামলার আসামী ছিল বলে জানায় র‌্যাব।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।