ঢাকা বিকাল ৪:৩১। বৃহস্পতিবার ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

শেখ রাসেল-আবাহনীর ফাইনালে ওঠার লড়াই

Asha Mony
মে ১৬, ২০২৩ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ ২০১২-১৩ মৌসুমে ট্রেবল জিতেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। ফেডারেশন কাপের একমাত্র শিরোপাও এসেছিল সেবারই। এরপর আর এই টুর্নামেন্টের ফাইনালে খেলা হয়নি দলটির। এমনকি আর কোনো শিরোপাই জিততে পারেনি তারা। দ্বিতীয়বারের মতো ফেডারেশন কাপের ফাইনালে খেলার হাতছানি শেখ রাসেলের সামনে। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ শেখ রাসেলের প্রতিপক্ষ আবাহনী লিমিটেড, যারা কিনা বর্তমান ও সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৩টা ১৫ মিনিটে।

বসুন্ধরা কিংসকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শিরোপা নির্ধারণী ম্যাচে সাদা-কালোদের প্রতিপক্ষ হতে শেখ রাসেলকে আজ কঠিন লড়াইয়ে নামতে হচ্ছে। এই মৌসুমে চতুর্থবার মুখোমুখি হতে যাচ্ছে শেখ রাসেল ও আবাহনী। প্রথম দেখায় স্বাধীনতা কাপের সেমিফাইনালে ৩-২ গোলে জিতেছিল জুলফিকার মাহমুদের দল। এরপর লিগে ২-২ গোলে ড্রয়ের পর ফেডারেশন কাপের গ্রুপ পর্বে টাইব্রেকারে জিতেছিল আবাহনী।

আবাহনীকে হারিয়ে ফাইনালে খেলার ব্যাপারে আশাবাদী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু, ‘সত্যি বলতে কঠিন ম্যাচ হতে যাচ্ছে। আমাদের মতো আবাহনীও চাইবে জিততে। নক আউট ম্যাচ তাই জয় ছাড়া ভিন্ন কিছু ভাবনায় নেই। আমাদের লক্ষ্য ফাইনাল খেলা।’ স্বাধীনতা কাপে শেষ চার থেকে বিদায়। এরপর প্রিমিয়ার লিগেও শিরোপার স্বপ্ন অনেকটাই শেষ আবাহনীর। মৌসুমের শেষটা সুখকর করতে ফেডারেশন কাপ জিততে মরিয়া আকাশি-নীলরা। তাই এই ম্যাচ ফাইনাল হিসেবেই নিচ্ছেন আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস, ‘এটা বিশাল চ্যালেঞ্জ, শেখ রাসেল খুব ভালো দল। তারা স্বাধীনতা কাপে আমাদের হারিয়েছে। তাদের হারানো কঠিন। আমরা এই ম্যাচ ফাইনালের মতোই নিচ্ছি।’

যাঁর পায়ে মিলছে শেখ রাসেলের বেশির ভাগ গোল সেই এমফন উদো হালকা চোটের কারণে লিগের সর্বশেষ ম্যাচে খেলতে পারেননি। স্বস্তির খবর, চোট কাটিয়ে এই ম্যাচে ফিরছেন তিনি। ফাইনাল খেলতে হলে আক্রমণভাগে এই নাইজেরিয়ান ফরোয়ার্ডের সঙ্গে তাঁরই স্বদেশি কেনেথ ইকেচুকু এবং ইব্রাহিম-নিহাত জামানদের আজ জ্বলে উঠতে হবে। তবে রাফায়েল আগোস্তো, ড্যানিয়েল কলিনদ্রেসরাও কম যান না। কঠিন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তাঁরাও। সেসব ছাপিয়ে সেরা ফুটবল খেলে আবাহনীকে হারিয়ে ফাইনালে পা রাখতে পারবে তো শেখ রাসেল?

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০