নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। সন্ধ্যা ৬:২০। ৫ মে, ২০২৫।

রাজশাহীর কাঁকনহাটে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

subadmin
এপ্রিল ৬, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর কাঁকনহাট পুলিশ তদন্তকেন্দ্রের অভিযানে ৩ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। (৬ এপ্রিল) গোদাগাড়ী থানার চব্বিশনগর গ্রাম হতে বিকাল সাড়ে ৩ টার দিকে একজন মাদক ব্যাবসায়ীকে ৩ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার কাঁকনহাট পুলিশ তদন্তকেন্দ্র।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ আব্দুল আলীম (৩৫)। সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ধর্মহাটা গ্রামের মৃত আইয়ব আলীর ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানান জেলা পুলিশ।

বিজ্ঞপ্তিতে আরো জানান, রাজশাহী গোদাগাড়ী থানার কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ আশরাফুল আলম ও ফোর্সসহ (৬ এপ্রিল) কাঁকনহাট তিলাহারী মহাদেবপুর মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গোদাগাড়ী চব্বিশনগর ঈদ-গাহ মাঠের সামনে পাঁকা রাস্তার সম্মুখে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।

এমন সংবাদের ভিত্তিতে কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ আশরাফুল আলম ও ফোর্স-সহ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে অভিযুক্ত মোঃ আব্দুল আলীমের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা রঙের প্লাষ্টিকের ব্যাগের মধ্য হতে ৩ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গাঁজা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত গোদাগাড়ীর মাদক কারবারি মোঃ আসলাম শেখ (২৮) নামের এক ব্যক্তি পালিয়ে যায়। গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ আব্দুল আলীম ও পলাতক অভিযুক্ত মোঃ আসলাম শেখের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মামলা রয়েছে। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গাঁজা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।