নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। সকাল ৬:১৯। ৫ মে, ২০২৫।

নগরীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

subadmin
এপ্রিল ৮, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার অন্তর্গত উত্তর নওদাপাড়া ট্রাক টার্মিনাল সংলগ্ন সড়কের পাশে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ভোর ৫টা থেকে ৬টার মধ্যে তারা রাস্তায় একজন বৃদ্ধ ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পরে তাৎক্ষণিকভাবে থানায় খবর দিলে পুলিশ এসে ম(রদেহ) উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েকদিন ধরেই তাকে শাহমখদুম থানাধীন আমচত্বর এলাকায় মাছের আরতের সামনে ঘোরাফেরা ও শুয়ে থাকতে দেখা গিয়েছিল। মৃত্যুর সময় তার পরনে ছিল একটি চেকের ফুলহাতা টি-শার্ট এবং সাদা পায়জামা।

শাহমুখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী জানান “ দুর্ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে বিভিন্ন উপায়ে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে, মরদেহটি রামেক মর্গে রাখা হয়েছে পরিবারের খোঁজ না পেলে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে দাফন করার ব্যবস্থা করা হবে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।