ঢাকা দুপুর ২:৪৮। বুধবার ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

গম্ভীরকে হত্যার হুমকির ঘটনায় নতুন মোড়, আটক গুজরাটের এক শিক্ষার্থী

subadmin
এপ্রিল ২৮, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : ভারতশাসিত কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার নিন্দা জানিয়ে কঠোর বার্তা দিয়েছিলেন গৌতম গম্ভীর। এর মধ্যেই হত্যার হুমকি পান ভারতীয় হেড কোচ। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইমেইল যোগে প্রাণনাশের হুমকির বার্তা পাঠিয়েছে ‘আইসিস কাশ্মীর’ নামের একটি সশস্ত্র সংগঠন। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগও দায়ের করেছিলেন ভারতীয় কোচ।

এবার গম্ভীরকে হত্যার হুমকির ঘটনায় তদন্ত করতে গিয়ে উঠে এলো গুজরাটের এক ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর নাম। জিগ্নেশ পারমার নামের ওই শিক্ষার্থীকে এরই মধ্যে আটক করেছে পুলিশ। নেপথ্যে সন্ত্রাসী সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে দেশটির পুলিশ।

জিগ্নেশ পারমারকে জিজ্ঞাসাবাদ করছে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশ। তার কথায় অসঙ্গতি ধরা পড়ায় তাকে আটক করা হয়েছে। সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশের ডেপুটি কমিশনার এম হর্ষবর্ধন বলেন, ‘তদন্ত করতে গিয়ে জিগ্নেশের নাম উঠে আসে। উনি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী। আপাতত তাকে আটক করা হয়েছে। জিগ্নেশের পরিবার জানিয়েছে, ওর মানসিক সমস্যা রয়েছে। তদন্ত এখনও চলছে।’

গত ২২ এপ্রিল পেহেলগামে নৃশংস হামলার পরেই প্রতিবাদ জানিয়েছিলেন গম্ভীর। সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “মৃতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। যারা এই কাজের জন্য দায়ী তাদের মূল্য চোকাতেই হবে। ভারত পাল্টা আঘাত হানবেই।” পরদিনই হুমকি পান ভারতীয় দলের প্রধান কোচ। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলেছে, দু’টি হুমকির বার্তা পেয়েছেন গম্ভীর।

জানা গেছে, ওইদিন দুপুরে প্রথম ইমেইল পান গম্ভীর। দ্বিতীয়টি পান বিকেলে। দু’টি ই-মেলেই লেখা ছিল, ‘আইকিলইউ’। যার অর্থ, ‘আমি তোমাকে হত্যা করবো’। হুমকি পাওয়ার পরপরই দিল্লির রাজেন্দ্র নগর থানায় অভিযোগ দায়ের করেন গম্ভীর। ঘটনার কথা জানিয়েছেন সেন্ট্রাল দিল্লির ডিসিপিকেও। দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেন তিনি। তার পরিবার যাতে সুরক্ষিত এবং নিরাপদে থাকে তার জন্যও পুলিশকে উদ্যোগী হতে বলেন তিনি।

পুলিশ মনে করছে, ভারতীয় দলের হেড কোচ হওয়ার পাশাপাশি গম্ভীরের রাজনৈতিক পরিচয় রয়েছে। তিনি বিজেপির সাবেক সাংসদ এবং বর্তমানে বিজেপির সদস্য। ফলে ‘হিটলিস্টে’ তার নাম থাকা অস্বাভাবিক নয়।

উল্লেখ্য, গম্ভীর পূর্ব দিল্লি কেন্দ্রে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। এ ছাড়া বর্তমানে ভারত ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন। এবারই প্রথম নয়, ২০২১ সালেও খুনের হুমকি পেয়েছিলেন গম্ভীর। তখন তিনি সাংসদ ছিলেন। সেই ঘটনার পরেও থানায় অভিযোগ জানিয়েছিলেন গম্ভীর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০