ঢাকা রাত ১২:৫৫। শুক্রবার ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

গুনাথিলাকার বিরুদ্ধে চার অভিযোগের তিনটি খারিজ

Asha Mony
মে ১৮, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শ্রীলঙ্কার ব্যাটার দানুশকা গুনাতিলকার বিরুদ্ধে যৌন নিপীড়নের চারটি অভিযোগের মধ্যে তিনটি বৃহস্পতিবার সিডনির একটি আদালত খারিজ করে দিয়েছে। অস্ট্রেলিয়ার গণমাধ্যমে প্রকাশিত খবরে এ কথা বলা হয়েছে। গত নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হারার কিছুক্ষণ পরই গ্রেপ্তার করা হয় ৩২ বছর বয়সী ব্যাটারকে।

ডেটিং অ্যাপের মাধ্যমে সিডনি অপেরা হাউসের কাছে একটি বারে একজন নারীর সাথে দেখা করার পর যৌন নিপীড়নের কারণে গুনাতিলকার বিপক্ষে চারটি অভিযোগ আনা হয়। স্থানীয় মিডিয়াকে পুলিশ জানায়, ‘জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ এবং জবরদস্তির অভিযোগ এনেছিলেন ঐ নারী।’ মিডিয়া প্রসিকিউটরের উদ্ধৃত দিয়ে বলা হয়েছে, অসম্মতিমূলক মৌখিক এবং ডিজিটাল সম্পর্কিত তিনটি অভিযোগ প্রত্যাহার করা হয়েছে।

বর্তমানে জামিনে আছেন গুনাতিলকা। আগামী ১৩ জুলাই আবার আদালতে হাজির হবেন তিনি। ২০১৫ সালে আন্তর্জাতিক অভিষেক হয় গুনাতিলকার। দেশের হয়ে ৮টি টেস্ট, ৪৭টি ওয়ানডে এবং ৪৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। অভিযোগ উঠার পর গুনাতিলকাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে শ্রীলংকা বোর্ড।

সূত্র : বাসস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০