ঢাকা রাত ২:২১। শুক্রবার ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে শিশু অপহরণ চেষ্টার অভিযোগে নারী আটক

Somoyer Kotha
এপ্রিল ৩, ২০২৫ ৪:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর শিরোইল কলোনীতে শিশুকে অপহরণের অভিযোগে লুবনাত জাহান লাবনী (৪০) নামের এক নারীকে আটক করা হয়েছে। স্থানীয়দের হাতে আটক হওয়া ওই নারীকে পরে চন্দ্রিমা থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বুধবার (২ এপ্রিল) ১১টার দিকে শিরোইল কলোনির ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। শিরোইল কলোনী এলাকার শামিম হোসেন জনির মেয়ে মরিয়মকে অপহরণের চেষ্টা করে।

মরিউমের মা আকতার বানু ময়না জানান, সকালে তিনি ছাদে কাপড় মেলতে গিয়েছিলেন, তখন অপহরণকারী নারী তাদের বাসায় ঢুকে পড়ে। এসময় মরিয়মের বড় মেয়ে অন্তরা (৮) চিৎকার করে জানান যে, একটি নারী মরিউমকে কোলে করে নিয়ে যাচ্ছে। নিচে নেমে এসে মরিয়মের মা দেখতে পান, ওই নারী বাচ্চার গলায় কেচি ধরে তাকে হত্যার হুমকি দিচ্ছিল।

তবে এই পরিস্থিতিতে মরিয়মের বাবা শামিম হোসেন জনি এগিয়ে আসলে, অপহরণকারী নারী তাকে কেচি দিয়ে আঘাত করে এবং তার শরীরে খামচি দিয়ে জখম করে। এর পর স্থানীয়রা ঘটনাস্থলে এসে অপহরণকারী নারীকে গণধোলাই দেয় এবং পুলিশে সোপর্দ করে। এর আগে অপহরণকারীর হাতে থাকা একটি ব্যাগ তল্লাশী করে একটি কাপড় কাটা কেচি, গাঁজা খাওয়া কলকি ও বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করে স্থানীয়রা।

এ বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাবনীকে আটক করে থানায় নিয়ে আসে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভুক্তভোগী পরিবার কোনো লিখিত অভিযোগ না দেওয়ায়, অভিযুক্ত নারীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০