নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলা পরিষদের ভেতর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল হামিদ (৫৬)। বাবার নাম মৃত পিয়ার বক্স। বাড়ি উপজেলা রামগাঁ গ্রামে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের কাজে আব্দুল হামিদ উপজেলায় এসেছিলেন। কাজ শেষে উপজেলার ভেতরে অবস্হানকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদকে গত বছরের ১১ নভেম্বরের একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে । তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।