নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। বিকাল ৫:৩৯। ৫ মে, ২০২৫।

সমাজসেবা অধিদফতরে আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Asha Mony
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি: সমাজসেবা অধিদফতর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বায়া সরকারি শিশু পরিবারের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, সমাজে পিছিয়েপড়া, অবহেলিত ও অভিভাবকহীন ছেলে-মেয়েদের মূলস্রোতে নিয়ে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার কাজ করছে। শিশুদের লালনপালন করা, শিক্ষাদান করা, তাদের কর্মক্ষেত্রে প্রবেশে সাহায্য করা, কর্মক্ষেত্রে যাওয়ার জন্য হাতেকলমে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা ইত্যাদি কাজ করছে সরকার।

তিনি আরো বলেন, সব ক্ষেত্রে উন্নয়নের সূচকে ভালো অবস্থার দিকে আছি। দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে।

সমাজসেবা অধিদফতর, রাজশাহী বিভাগীয় পরিচালক সৈয়দ মোস্তাক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।